Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুনিয়া -আলাইচক ফেরীঘাট সংস্কারের জন্য জেলা পরিষদ ও রাজ্য পরিবহন দপ্তরের দ্বারস্থ হলেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

দেশপ্রাণ ব্লক ও খেজুরী-২ ব্লকের সংযোগকারী রসুলপুর নদীর শুনিয়া -অালাইচক ফেরীঘাট সংস্কারের জন্য জেলা পরিষদ ও রাজ্য পরিবহন দপ্তরের দ্বারস্থ হলেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। খেজুরী-১ ব্লকের বীরবন্দ অঞ্চলের সাথে…

 




দেশপ্রাণ ব্লক ও খেজুরী-২ ব্লকের সংযোগকারী রসুলপুর নদীর শুনিয়া -অালাইচক ফেরীঘাট সংস্কারের জন্য জেলা পরিষদ ও রাজ্য পরিবহন দপ্তরের দ্বারস্থ হলেন জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। খেজুরী-১ ব্লকের বীরবন্দ অঞ্চলের সাথে দেশপ্রাণ ব্লকের অামতলিয়া অঞ্চলের সংযোগের মাধ্যমে কাঁথি শহর ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কেন্দ্রে  সহজেই যাতায়াত করা যায়। তাছাড়া স্কুল, কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা, অফিস যাত্রী, রোগী - অাত্মীয় স্বজন ও বিচারপ্রার্থীগণ স্বল্প সময়ে কাঁথি মহকুমা কেন্দ্রে ও খেজুরী-১ ব্লক সহ নন্দীগ্রাম ও হলদিয়া তে যাতায়াত করতে পারেন। কিন্তু শুনিয়া ঘাটের দুই দিক কর্দমাক্ত ও পিচ্ছিল থাকায় যাত্রী দের দুর্ঘটনার শিকারে পরিণত হতে হয়।ইয়াস দুর্যোগের কারনে ফেরীঘাটের দফারফা অবস্থা। জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ, জেলাশাসক ও রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে শুনিয়া ফেরীঘাটের সংস্কার সাধন সহ জেটীঘাট নির্মাণের অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments