Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সব জেলায় পাশের হার ৯৫ শতাংশের বেশি! তবে জেলার তালিকায় পিছনের দিকে কলকাতা

মাধ্যমিকে ১০০% পাশের হার থাকার ফলে জেলাভিত্তিক পাশের হার ১০০% ছিল। উচ্চমাধ্যমিকে (West Bengal Higher Secondary) সার্বিক পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সে ক্ষেত্রে প্রত্যেকটি জেলাতেই কত পাশের হার সেই পরিসংখ্যান তৈরি করেছে উচ্চমাধ্যমিক শিক…

 






মাধ্যমিকে ১০০% পাশের হার থাকার ফলে জেলাভিত্তিক পাশের হার ১০০% ছিল। উচ্চমাধ্যমিকে (West Bengal Higher Secondary) সার্বিক পাশের হার ৯৭.৬৯ শতাংশ। সে ক্ষেত্রে প্রত্যেকটি জেলাতেই কত পাশের হার সেই পরিসংখ্যান তৈরি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে দেখা যাচ্ছে প্রত্যেকটি জেলাতেই পাশের হার গড়ে রয়েছে ৯৫ শতাংশের বেশি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি পাশের হার বীরভূমে। সবথেকে কম পাশ করেছে কালিম্পং জেলায়। জেলা ভিত্তিক পাশের হার প্রকাশ করা হলেও এ দিন অবশ্য সংসদের তরফে কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে বীরভূমে পাশ করেছে ৯৮.৫৬%, আলিপুরদুয়ারে পাশ করেছে ৯৮.৪৪%, মালদহতে পাশ করেছে ৯৮.৩২%, নদিয়ায় পাশ করেছে ৯৮.২৭% ,দার্জিলিং-এ পাশ করেছে ৯৮.১৮%, দক্ষিণ দিনাজপুরে পাস করেছে ৯৮.১৬%। মুর্শিদাবাদে পাশ করেছে ৯৮.১৪%, উত্তর দিনাজপুরে পাশ করেছে ৯৮.১১%, কোচবিহারে পাশ করেছে ৯৮.০১%, জলপাইগুড়িতে পাশ করেছে ৯৭.৯৬%, পূর্ব বর্ধমানে পাশ করেছে ৯৭.৯২%, পুরুলিয়াতে পাশ করেছে ৯৭.৮৪%, উত্তর ২৪পরগনাতে পাশ করেছে ৯৭.৬৩%, হুগলিতে পাশ করেছে ৯৭.৫৩%, বাঁকুড়াতে পাশ করেছে ৯৭.৫১%, পশ্চিম মেদিনীপুরে পাশ করেছে ৯৭.৩৫%, দক্ষিণ ২৪পরগনা তে পাশ করেছে ৯৭.৩২%, পূর্ব মেদিনীপুরে পাশ করেছে ৯৭.১৬%, পশ্চিম বর্ধমানে পাশ করেছে ৯৭.১২%, হাওড়াতে পাশ করেছে ৯৬.৯২%, কলকাতায় পাশ করেছে ৯৬.৮১%, ঝাড়গ্রামে পাশ করেছে ৯৬.৭২%, কালিম্পং-এ পাশ করেছে ৯৫.৬৫%।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী সংখ্যালঘুদের পাশের হার ৯৭.৪৬%। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পাশের হার ৯৭.৩৩%। পাশাপাশি এবছর কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ও পাশের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সংসদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯%, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.২৮%, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৯.০৮%। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে পরীক্ষা না হওয়ার জেরে এবার বেশ কিছু ব্যতিক্রমী ফল প্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের ইতিহাসে। যদিও গতবারের তুলনায় এবছর ফলাফলের দিক থেকে বেশ কিছুটা সামঞ্জস্য রয়েছে বলেও দাবি সংসদের আধিকারিকদের একাংশের।

No comments