রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছিল। সকাল থেকেও প্রবল বেগে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। হলদিয়া বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ির ইতিমধ্যে হাঁটু সমান…
রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছিল। সকাল থেকেও প্রবল বেগে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। হলদিয়া বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ির ইতিমধ্যে হাঁটু সমান জল প্রবেশ করে গিয়েছিল সারারাত বৃষ্টির ফলে। জলমগ্ন হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। পৌরসভার পরিকল্পনা না থাকায় নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা থাকায় জল যন্ত্রণায় মানুষকে ভোগাচ্ছে বলে কটাক্ষ বিরোধীদের। দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ বর্ষণের ফলে জল যন্ত্রণায় মানুষ দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যান্য জেলার পাশাপাশি হলদিয়া বিধান সভা শিল্প নগরীতে বিভিন্ন এলাকায় জলমগ্ন। হলদিয়া পৌরসভা এলাকায় বেশিরভাগ আবাসন, বাড়ি, দোকান, বাজার হাট জলমগ্ন। শুক্রবার আবহাওয়া কি ছুটি কিছুটা উন্নতি হওয়ায় মানুষের জল যন্ত্রণা থেকে কিছুটা রেহাই মিলেছে। জমে থাকা জল ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা থাকায় জল যন্ত্রণায় মানুষকে ভোগাচ্ছে বলে কটাক্ষ বিরোধীদের। হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেন। নিকাশি খালের লকগেট গুলো খুলে দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির কাছে আবেদন করেন। জলমগ্ন এলাকা থেকে মানুষ যাতে দ্রুত পরিত্রাণ পায় তার জন্য হলদিয়ার বিধায়িকা হলদিয়া মহকুমা শাসকের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব শ্যামল মাইতি প্রমূখ। বিধায়ক বলেন।মানুষের জল যন্ত্রণার কথা শাসক দলের নেতারা ভাবেন না । তারা দুর্নীতি ও তোলাবাজির কাজে ব্যস্ত বলে কটাক্ষ করেন বিধায়িকা তাপসী মন্ডল ।
No comments