Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'সবুজ পৃথিবী' গড়ার লক্ষ‍্যে হলদিয়ায় তরুণদের উদ‍্যোগ চারাগাছ রোপণ ও বিতরণ

আমফান ও ইয়াসের জেরে নষ্ট হয়েছে হাজার হাজার গাছের প্রাণ।সবুজায়নের লক্ষ‍্যে এবার প্রশাসনের পাশাপাশি বৃক্ষরোপণ করতে উদ‍্যোগী হয়েছে হলদিয়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।রবিবার হলদিয়ার চৈতন‍্যপুরে তরুণদের তৈরি আলোক চেতনা সংস্থার পক্ষ থে…

 





 আমফান ও ইয়াসের জেরে নষ্ট হয়েছে হাজার হাজার গাছের প্রাণ।সবুজায়নের লক্ষ‍্যে এবার প্রশাসনের পাশাপাশি বৃক্ষরোপণ করতে উদ‍্যোগী হয়েছে হলদিয়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।রবিবার হলদিয়ার চৈতন‍্যপুরে তরুণদের তৈরি আলোক চেতনা সংস্থার পক্ষ থেকে চৈতন‍্যপুর অঞ্চলের রামপুর,বড়দা,বাজিতপুর সহ বিভিন্ন এলাকায় বৃক্ষজাতীয় গাছ লাগানো হয়।পাশাপাশি স্থানীয় কয়েকজন বাসিন্দাদের হাতে পেয়ারা সহ বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেওয়া হয়।সংস্থার সদস‍্য-সদস‍্যারা এদিন কোভিড বিধি মেনে ঝাউ,আকাশমণি,বকুল সহ বিভিন্ন বৃক্ষ জাতীয় গাছ রোপণ করে।এবং গাছ গুলি সারাবছর রক্ষণাবেক্ষণ করার জন‍্য অঙ্গীকারবদ্ধ হয়।সংস্থার সম্পাদক মনেন্দু দাস জানিয়েছে দূষণ রোধ করতে এবং কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের জোগান দিতে গাছ লাগানো অবশ্যই প্রয়োজন।এবং তা অবশ্যই রক্ষণাবেক্ষণ করা দরকার।

No comments