Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুকড়াহাটি জেঠি ঘাটের কাছেই শ্মশানের বেহাল দশা

পূর্ব মেদিনীপুর জেলা কুকড়াহাটি অঞ্চলের অন্তর্গত কুকড়াহাটি জেটি ঘাটের পাশেই শ্মশানঘাট রয়েছে। শ্মশান ঘাট নদীর জলে ডুবে যায় ।তারই পাশে শ্মশান যাত্রীদের থাকার জন্য একটি ঘর করা হয়েছে। কিন্তু ঘরটি গতবছর আম্ফানের ঘূর্ণিঝড়েভেঙে পড়…

 





পূর্ব মেদিনীপুর জেলা কুকড়াহাটি অঞ্চলের অন্তর্গত কুকড়াহাটি জেটি ঘাটের পাশেই শ্মশানঘাট রয়েছে। শ্মশান ঘাট নদীর জলে ডুবে যায় ।তারই পাশে শ্মশান যাত্রীদের থাকার জন্য একটি ঘর করা হয়েছে। কিন্তু ঘরটি গতবছর আম্ফানের ঘূর্ণিঝড়েভেঙে পড়েছে। শ্মশান যাত্রীদের থাকার  অনুউপযুক্ত অবস্থায় রয়েছে। এলাকার মানুষের দাবী ছিল জেটিঘাটে পথচলতি যে মানুষ যাওয়ার সময় অনেক যাত্রী ভয় করতেন। ওইখান থেকে শ্মশান ঘাট তুলে নেওয়ার জন্য কিন্তু সেটা হয়নি কয়েক লক্ষ টাকা খরচ করে শ্মশানঘাট বানানো হয়েছিল। কিন্তু তার পাশে শ্মশান যাত্রীদের থাকার ঘর  খুব খারাপ অবস্থায় রয়েছে । রাজ্য সরকার বিভিন্ন  শ্মশানে যাত্রী বিশ্রামাগার বানিয়ে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কুকড়াহাটি জেটি ঘাটে শ্মশান ঘাট তৈরির দাবি উঠেছে।এলাকার মানুষের দাবি ওই ঘর  সংস্কার করা হোক না হলে ওই জায়গা থেকে শ্মশানঘাট একটু ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হোক।

No comments