Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে প্রথমঃ বস্তি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কোভিড সচেতনতা প্রচার কাঁথি লায়ন্স ক্লাবের

সারা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে  ঘনবস্তি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কোভিড ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানালো কাঁথি লায়ন্স ক্লাব।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর‍্যাল শাখার সহায়তা নিয়ে মঙ্গলবার পৌর…

 





সারা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে  ঘনবস্তি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কোভিড ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানালো কাঁথি লায়ন্স ক্লাব।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর‍্যাল শাখার সহায়তা নিয়ে মঙ্গলবার পৌরসভার ১৬নং ওয়ার্ডের আঠিলাগড়ির ঘনবস্তি,শীট পাড়া এবং ১৩ নং ওয়ার্ডের থাট পাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করা হয়।


সকালে ক্লাব গৃহে কাঁথি লায়ন্স ক্লাবের প্রয়াত চাটার্ড প্রেসিডেন্ট ডাঃ শিশির মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করে এই কর্মসূচীর সূচনা করেন কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক।অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।উল্লেখ ১৯৩৪ সালের ২০ জুলাই জন্ম গ্রহন করেছিলেন ডাঃ শিশির মাইতি।

কাঁথি লায়ন্স ক্লাব থেকে ট্যাবল সহকারে প্রথমে আঠিলাগড়ি বস্তি এলাকা ও পরে শীট পাড়া ও থাট পাড়ায় যাওয়া হয়।রাস্তার মোড়ে মোড়ে পথসভা করা হয়।কেন ভ্যাকসিন নেওয়া প্রয়োজন,কেন মাস্ক-স্যানিটাইজার ব্যাবহার করা প্রয়োজন সেই নিয়ে সকলকে সচেতন করেন ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক,ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর‍্যাল শাখার সহ সম্পাদক ডাঃ অয়ন মাইতি,ডাঃ সুনীত জানা, কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা ।বস্তি ও পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি ভ্যাকসিন না নেওয়া মানুষদের তালিকা তৈরী করা হয়।ভ্যাকসিনেশান কমিটির যুগ্ম কো অর্ডিনেটার তথা প্রাক্তন সভাপতি বরুন জানার নেতৃত্বে কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য   কমলেশ মাইতি,মধূসুদন দাস অধিকারী,,লিও সভাপতি অরিত্র দে,লায়নেস সভাপতি স্বাগতা নন্দ প্রমুখরা নাম সংগ্রহ করেন।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা আছে।সেই সম্ভাবনা রুখতে কাঁথি পৌর এলাকার সকল বাসিন্দাকে ভ্যাকসিন প্রদান করা এবং মাস্ক-স্যানিটাইজার ব্যাবহার করার বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।সেই পরিকল্পনার অঙ্গ এই কর্মসূচী।

No comments