যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা নদীর জল ঢুকে পড়েছে। বিভিন্ন জলমগ্ন এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে ।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বানভাসি অসহায় মানুষের পাশে শুকনো রান্না খ…
যশ ও বুদ্ধ পূর্ণিমার জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা নদীর জল ঢুকে পড়েছে। বিভিন্ন জলমগ্ন এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে ।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বানভাসি অসহায় মানুষের পাশে শুকনো রান্না খাবার তুলে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা অন্তর্গত সুতাহাটা পঞ্চায়েত সমিতি।কুঁকড়াহাটি সংলগ্ন এরিয়াখালিতে WBTSTA এর হলদিয়া মহকুমার পক্ষ থেকে বানভাসি গ্রামবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।উপস্থিত ছিলেন জেলা সভাপতি মিলন কুমার পাত্র,মহকুমা সভাপতি প্রদীপ ঘোড়াই,হলদিয়া ব্লক সভাপতি বিশ্বজিৎ দাস,মহকুমা কোষাধ্যক্ষ কালোবরণ দাস,জেলা সহ সম্পাদক প্রদীপ উত্থাসিনী,প্রদীপ হাজরা,ভবতোষ পাত্র,উৎপল নায়েক,সুরজিৎ গুছাইৎ,দেবব্রত বৈষ্ণব,নিখিল সাউ,বিশ্বজিৎ ঘোড়াই প্রমুখ।
No comments