সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার বেশ কিছু এলাকায় হঠাৎই ঝড়ের তান্ডব দেখা দেয়। কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় পাঁশকুড়া পৌর এলাকার এলাকার প্রায় ৬০ টিরও বেশী বাড়ি এবং বেশ কিছু গাছ এবং বিদ্যুতের ত…
সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার বেশ কিছু এলাকায় হঠাৎই ঝড়ের তান্ডব দেখা দেয়। কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় পাঁশকুড়া পৌর এলাকার এলাকার প্রায় ৬০ টিরও বেশী বাড়ি এবং বেশ কিছু গাছ এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পাঁশকুড়া পৌরসভার 1,2,3,4 ও 5 ওয়ার্ডের এলাকাবাসীরা ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে পৌরসভার বহু এলাকা। তবে বিপর্যয়ের পরই এলাকায় বেরিয়ে পড়েন এলাকায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেক সমিরুদ্দিন।এদিন রাতেই ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেন ত্রিপল। সমীরুদ্দীন বাবু জানান, তিনি দুর্গত মানুষের পাশে আছেন এবং আগামীদিনেও তিনি থাকবেন বলে জানান কাউন্সিলর সেক সমিরুদ্দিন।
No comments