Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরের তরফ থেকে নন্দিগ্রামে বন্যা বিধ্বস্ত এলাকায় খাদ্য সামগ্রী পাঠালেন

সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী কয়েক হাজার মানুষের বাড়িঘর। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে অন্যত্র দিন কাটাতে হচ্ছে বিপর্যস্ত মানুষদের। স…

 






সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী কয়েক হাজার মানুষের বাড়িঘর। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে অন্যত্র দিন কাটাতে হচ্ছে বিপর্যস্ত মানুষদের। সেই সমস্ত নিঃস্ব মানুষদের কাছে সাংসারিক আসবাবপত্র পৌঁছে দিয়ে ছিলেন হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় হলদিয়া বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে  কাঁথির জুনপুট এলাকায় এই সমস্ত আসবাবপত্র পাঠানো হয়েছিল। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সেই সমস্ত আসবাবপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ১৯ শেষ জুন শনিবার সকাল দশটায় হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় ছয়টি গ্রামে প্রায় ছয়শত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য হলদিয়া বন্দরে গেস্ট হাউজ থেকে ছয় লরি খাদ্যসামগ্রী পাঠালেন। সেখানে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বিপর্যস্ত মানুষের মধ্যে বন্টন করা হবে। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রভীন কুমার দাস বললেন আমরা সিএসআর এক্টিভিটিস মধ্য দিয়ে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট চেয়ারম্যান বিনীত কুমার ব্যবস্থাপনা ,হলদিয়া বন্দর ডেপুটি চেয়ারম্যান এ কে মেহেরা র উদ্যোগে আমরা বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরো বললেন আগামীকাল ২০ জুন হলদিয়া বিধানসভা এলাকা কুকড়াহাটি অঞ্চলে বানভাসি মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে দুটি জায়গায়। ওই এলাকায় হুগলি নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছিল ।বহু মানুষ ত্রাণশিবিরে উপস্থিত ছিলেন জল কমেছে মানুষ ফিরেছেন ওই এলাকায় পানীয় জল এবং মহামারী দেখা দিতে পারে। তাই জন্যই আমরা স্বাস্থ্যের দিকে ভাবে স্বাস্থ্য শিবির আয়োজন করছি। "



No comments