Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিষেধক নিয়েও সংক্রমিত হলো দ্বিতীয়বার

কোভিড 19  প্রতিষেধক দুটি  খোঁজ নেয়া হয়েছে। এরপরেও হলদিয়া এক স্বাস্থ্য আধিকারিক দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। হলদিয়া বি সি রায় কোভিড হাসপাতালের যুগ্ম ম্যানেজিং ডাইরেক্টর হলেন আশীষ লাহিড়ী। উনার বয়স  ৬৪ বছরের আশিস বাব…

 
কোভিড 19  প্রতিষেধক দুটি  খোঁজ নেয়া হয়েছে। এরপরেও হলদিয়া এক স্বাস্থ্য আধিকারিক দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। হলদিয়া বি সি রায় কোভিড হাসপাতালের যুগ্ম ম্যানেজিং ডাইরেক্টর হলেন আশীষ লাহিড়ী। উনার বয়স  ৬৪ বছরের আশিস বাবূর দাবি, কোভিডের প্রথম ডোজ ২৭ জানুয়ারি এবং দ্বিতীয় ডোজ ৬ মার্চ নিয়েছিলেন। এরপরে ১৬ এপ্রিল তিনি প্রথমবার সংক্রামিত হয়। কলিকাতা হাসপাতালে চিকিৎসার পরে ঘরে এসে দুই সপ্তাহ  চিকিৎসার সুস্থ হয়ে উঠেন আশিষ বাবু। তিনি বলেন গত ১৭ জুন ফের করোণা লক্ষণ দেখা যাওয়া আরটিপিসিআর টেস্ট করাই। সেটি পজেটিভ আসে তবে তিনি দুবার আক্রান্ত হলেও তার পরিবারের কেউই সংক্রামিত নন বলে দাবি আশিস বাবূর। হলদিয়া একটি কোভিড হাসপাতালে চেস্ট স্পেশালিস্ট ডাঃ সুবীর দে বললেন উনার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে ।ভাইরাস প্রতিমুহূর্তে পরিবর্তন ঘটাচ্ছে' ।এর ফলেই আশিষ বাবু সম্ভবত আবার আক্রান্ত হয়েছেন তবে ভ্যাকসিন দেওয়া থাকলে বিপদের ঝুঁকি কম।

No comments