গতকাল রাতে খেজুরী বিধানসভার খেজুরী(৩নং অঞ্চলের )কাদিরাবাদচর গ্রামের বানভাসি মানুষদের ত্রাণ সামগ্রী টিএমসি এর হার্মাদবাহিনী চুরি করে নিয়ে যাবার সময় গ্রামবাসিদের হাতে ধরা পড়লো।স্থানীয় গ্রামবাসি ও খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণ…
গতকাল রাতে খেজুরী বিধানসভার খেজুরী(৩নং অঞ্চলের )কাদিরাবাদচর গ্রামের বানভাসি মানুষদের ত্রাণ সামগ্রী টিএমসি এর হার্মাদবাহিনী চুরি করে নিয়ে যাবার সময় গ্রামবাসিদের হাতে ধরা পড়লো।স্থানীয় গ্রামবাসি ও খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক মহাশয় জানালেন ৪০০ মিটারের মধ্যে কোস্টাল থানা থাকা স্বত্তেও এই রূপ ঘটনা নিন্দনীয় ও খুব দুঃখের।
বিধায়ক শান্তনু প্রামাণিক মহাশয় আরও জানালেন এরা আমফানের সময় টাকা,চাল,ত্রিপল চুরি করে বিক্রি করেছে।তাই এবারও চুরির পুনরাবৃত্তি করতে চাইছিল তারই প্রমাণ করলো এই ঘটনা।
No comments