Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অখণ্ড মেদিনীপুরের বরণীয় সাহিত্যিক , দুই বাংলার বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ আজহারউদ্দীন খান্ ২২ জুন  ২০২১ রাত ১১ টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে প্রয়াত হন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পেশায় গ্রন্থাগারিক হলেও নেশায় ছিলেন বিশিষ্ট সাহিত্…

 




অখণ্ড মেদিনীপুরের বরণীয় সাহিত্যিক , দুই বাংলার বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ আজহারউদ্দীন খান্ ২২ জুন  ২০২১ রাত ১১ টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে প্রয়াত হন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পেশায় গ্রন্থাগারিক হলেও নেশায় ছিলেন বিশিষ্ট সাহিত্য সমালোচক ও একনিষ্ঠ সংগঠক । তাঁর লেখা গ্রন্থ -বাংলা সাহিত্যে নজরুল , বাংলা সাহিত্যে মোহিতলাল , বাংলা সাহিত্যে মহম্মদ শহীদুল্লাহ , বাংলা সাহিত্যে মহম্মদ আব্দুল হাই ,রক্তে রাঙ্গানো দিন , দীপ্ত আলোর বন্যা , বঙ্কিমচন্দ্র : অন্য ভাবনায় প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ শেকড়ের খোঁজে , বিদ্যাসাগর স্মরাক গ্রন্থ , মোহিতলালের পত্র গুচ্ছ ইত্যাদি। বাংলাদেশসহ বহু সংস্থা থেকে তিনি সম্বর্ধিত হন । তার মৃত্যুতে   শিক্ষা সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট জন শোক জ্ঞাপন করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ۔۔তাঁর  স্মৃতিতে শ্রদ্ধা ও প্রণাম জানাই 

No comments