Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে সিপিএম এর উদ্যোগে ত্রাণ শিবির

সংযুক্ত মোর্চা অন্যতম সরিক সিপিআইএম এর উদ্যোগে "ইয়াস সাইক্লোনে" বিধস্ত ভেকুটিয়া অঞ্চলের মনুচক জালপাই,৫ম খন্ড জালপাই ও শ্রীপুরে বান ভাসি অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।উপস্থিত থেকে ত্রান সামগ্রী তুলে দিলেন নন…

 




সংযুক্ত মোর্চা অন্যতম সরিক সিপিআইএম এর উদ্যোগে "ইয়াস সাইক্লোনে" বিধস্ত ভেকুটিয়া অঞ্চলের মনুচক জালপাই,৫ম খন্ড জালপাই ও শ্রীপুরে বান ভাসি অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।উপস্থিত থেকে ত্রান সামগ্রী তুলে দিলেন নন্দীগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী  মিনাক্ষী মুখার্জী ও দায়িত্বপ্রাপ্ত সিপিআইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য  পরিতোষ পট্টনায়ক,এরিয়া কমিটির সম্পাদক  মহাদেব ভূঞ্যা, এরিয়া কমিটির সদস্য  যোগেশ পন্ডা,  দেবেশ ভূঞ্যা, থেকে অমিতাভ দেবতা সহ নন্দীগ্রামের ছাত্র-যুব সংগঠনের অগ্রণী নেতৃত্বরা। পরিতোষ পট্টনায়ক বলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সব্যসাচী দা, বিপ্লব দা, সায়ন সহ আজকে আমাদের পাশে এসে যারা উপস্থিত হয়েছিলেন।


No comments