Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্যাকসিন--মনোজিৎ দাস

সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার পর অপেক্ষা। অনেক বছর পর দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি আমি। তবে দূরত্বে কেই নই আমরা।যেন সিনেমার টিকিটের, রেশন দোকানে , পরীক্ষার সেন্টারে লাইনে  ধস্তধস্তিত করে দাঁড়িয়ে আছিআমি। সু…

 




 


সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষার পর অপেক্ষা। অনেক বছর পর দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি আমি। তবে দূরত্বে কেই নই আমরা।যেন সিনেমার টিকিটের, রেশন দোকানে , পরীক্ষার সেন্টারে লাইনে  ধস্তধস্তিত করে দাঁড়িয়ে আছি

আমি। সুন্দরী রমনীরা ও আমার আগে ও পেছনে।শুধু অপেক্ষার প্রহর গোনা।

এ লাইন শুধু অজানা মৃত্যুর মুখে এক চামচ জল। সময় শিক্ষা দিয়ে যায় ধৈর্যের। শিক্ষা দিয়ে যায় তুমি কে, কিবা তোমার আইডেন্টিটি? তুমি এখন সাধারণ মানুষ।কি মনে মনে কষ্ট হচ্ছে, তোমার সুন্দর বিছানার কথা? মনে পড়ছে সুন্দর বাগানের কথা,কত প্রতিপত্তির কথা? না, এখন শুধু মাত্র একজন লাইনে থাকা অসহায় একজন মানুষ।

ভীষণ কষ্ট হচ্ছে এতক্ষণ দাঁড়াতে খিদে ও পেয়েছে ভীষণ। কোমরের ব্যাথা তিনগুণ বেড়ে গেছে। দক্ষিণ পশ্চিম কোণে কাশ্মীরি চাদর ঢেকে গেছে গোটা আকাশ। সময় তো আর থেমে থাকে না। এখন ঘড়িতে ১.৩৯। আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি। মৃত্যুর মুখোমুখি না, জীবনের উত্তরণের জন্য? অনেকটা এগিয়ে যাচ্ছি নির্দিষ্ট অভিমুখে।মা বলতেন," কষ্ট করলে কেষ্ট লাভ হয়"।আর পারছিনা মা। এ এক অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা।এক নিষ্ঠুর অদৃশ্য দানব সব শেষ করে দিয়ে যাচ্ছে।

এ সব কথা ওই লাইনে দাঁড়িয়ে লিখছি। আশেপাশের লোকজন কে আমি জানি না। কিন্তু অচেনা বা অজানা নয় কারণ , আমরা সবাই এক উদ্দেশ্যে অপেক্ষা করছি।একদম কাছাকাছি চলে এলাম। সময় ৩.১২. মন বলছে এবার ঠিক পৌঁছে যাবো দুয়ারে।না না, অন্য কোন দুয়ারের কথা বলেছি না। ভ্যাকসিন নেবার দুয়ারের কথা এতক্ষন বলছিলাম।।

No comments