চৈতন্যপুর দুর্গাচক রাজ্য সড়কের উপর সন্ধের সময় একটি মোটরসাইকেল দুর্গাচক থেকে চৈতন্যপুর যাওয়ার সময় শ্রীকৃষ্ণপুর এর কাছে হনুমান কে ধাক্কা দেয়। হনুমানটি পথেই আহত অবস্থায় পড়ে থাকে। মোটরসাইকেল আরোহী পলাতক ।এলাকার মানুষ দেখতে পেয…
চৈতন্যপুর দুর্গাচক রাজ্য সড়কের উপর সন্ধের সময় একটি মোটরসাইকেল দুর্গাচক থেকে চৈতন্যপুর যাওয়ার সময় শ্রীকৃষ্ণপুর এর কাছে হনুমান কে ধাক্কা দেয়। হনুমানটি পথেই আহত অবস্থায় পড়ে থাকে। মোটরসাইকেল আরোহী পলাতক ।এলাকার মানুষ দেখতে পেয়ে হনুমানটিকে সেবা সুস্থতা করে ।হনুমানটি বর্তমানে মাথায় আঘাত লেগেছে গুরুতরভাবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সদস্য নকুল চন্দ্রঘাঁটি ও মলয় মহাপাত্র' আসেন । বিজ্ঞান কর্মীদের তৎপরতায় হলদিয়া বালুরঘাট বনদপ্তরে জানায়। বনদপ্তর এর অফিসাররা আহত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে গেলেন।
No comments