দরদী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় "ইয়াস সাইক্লোনে" বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য নন্দীগ্রাম-২ ব্লকের রেড ভলেন্টিয়ার টিমের উদ্যোগে তেরপেখিয়াতে কমিউনিটি কিচেন অনুষ্ঠিত হলো।শুভ উদ্বোধনে DYFI পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পা…
দরদী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় "ইয়াস সাইক্লোনে" বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য নন্দীগ্রাম-২ ব্লকের রেড ভলেন্টিয়ার টিমের উদ্যোগে তেরপেখিয়াতে কমিউনিটি কিচেন অনুষ্ঠিত হলো।শুভ উদ্বোধনে DYFI পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক পরিতোষ পট্টনায়ক,বিশেষ উপস্থিতি প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি,এছাড়াও উপস্থিত ছিলেন গণ-আন্দোলনের নেতৃত্ব মহাদেব ভূঞ্যা, জন্মেঞ্জয় ভূঞ্যা, প্রীতম কয়াল,যুব রেড ভলেন্টিয়ার টিমের নেতৃত্ব সাবির আলি শাহ,দেবেশ ভূঞ্যা, জিয়াউর রহমান, তাহেদুল ইসলাম সহ স্থানীয় টিম।
No comments