পাঁশকুড়া ব্লকের দুটি প্রধান হাসপাতাল, পাঁশকুড়া সুপার ফেসিলিটি হাসপাতাল ও বড়মা মাল্টিস্পেশালিটি হাসপাতাল, এই দুই হাসপাতালেজমে থাকা কোভিড ও নন কোভিড বর্জ্য পদার্থ সংগ্রহ করে পাঁশকুড়া পৌরসভার নিজস্ব ডাম্পি গ্রাউন্ডে ফেলছে। মূলত…
পাঁশকুড়া ব্লকের দুটি প্রধান হাসপাতাল, পাঁশকুড়া সুপার ফেসিলিটি হাসপাতাল ও বড়মা মাল্টিস্পেশালিটি হাসপাতাল, এই দুই হাসপাতালে
জমে থাকা কোভিড ও নন কোভিড বর্জ্য পদার্থ সংগ্রহ করে পাঁশকুড়া পৌরসভার নিজস্ব ডাম্পি গ্রাউন্ডে ফেলছে। মূলত বেঙ্গল এন্টারপ্রাইজ পাঁশকুড়া পৌরসভার থেকে কন্ট্রাক্ট পেয়েই এই কাজে ব্রতী হয়েছে।এই দুই হাসপাতালের বর্জ্য সংগ্রহের কাজ প্রায় 13 দিনে পড়ল।কোভিড সংক্রান্ত বর্জ্য সংগ্রহের পর নিয়ে যাওয়ার সময় সম্পূর্ণ পলিথিনে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে।এই দুই হাসপাতালে জমে থাকা বর্জ্য নিয়ে পাঁশকুড়া পৌরসভার তার নিজস্ব ড্রাম্পিং গ্রাউন্ডে ফেলছে এবং সঙ্গে সঙ্গে কোভিড সংক্রান্ত বর্জ্য পুড়িয়ে ফেলা হচ্ছে।পিপিই কিট পরেই চলছে বর্জ্য সংগ্রহের কাজ।
No comments