Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দল বিরোধী কাজের জন্য ৫ বছরের জন্য বহিস্কারের ঘোষণা

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  দল বিরোধী কাজের জন্য বহিস্কার করা হলো আড়গোয়াল অঞ্চলের উপ প্রধান তথা তৃণমূল নেতা অপরেস সাতরা কে। ২৭ জুন রবিবার বিকেলে পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স…

 





পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে  দল বিরোধী কাজের জন্য বহিস্কার করা হলো আড়গোয়াল অঞ্চলের উপ প্রধান তথা তৃণমূল নেতা অপরেস সাতরা কে। ২৭ জুন রবিবার বিকেলে পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস থেকে  দল বিরোধী কাজের জন্য ৫ বছরের জন্য বহিস্কারের ঘোষণা করা হলো। ঘোষণা করলেন ব্লক তৃণমূল সভাপতি মৃনাল কান্তি দাস।  মৃনাল বাবু জানান অপরেশ সাতরা দির্ঘদিন ধরে দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত ভোটের সময় দলের বিরুদ্ধেই কাজ করেছেন এবং আমাদের দলে থেকে বিজেপি দলকে  সহযোগিতা করেছেন 

তাই অপরেসে বাবুকে আমরা দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিস্কার করার আবেদন পাঠিয়ে ছিলাম  জেলা নেত্রিতের কাছে।  সেখান থেকে তারা সিধান্ত নেন জেলা সভাপতি সৌমেন মহাপাত্র আজকে আমাদের কাছে নিদেশ পাঠান অপরেশ সাতরাকে দল থেকে বহিস্কার করার জন্য। মৃনাল বাবু জানান অপরেস সাতরা আড়গোয়াল অঞ্চলের তৃণমূল নেত্রিত ও ব্লক তৃণমূলের সহ সভাপতি ছিলেন তাকে ৫ বছরের জন্য দল থেকে বহিস্কত করা হলো। মৃনাল বাবু আরো বলেন অপরেশ সাতরা  আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আছেন আগামী দিনে তার বিরুদ্ধে  আনাস্থা পস্তাপ আনা হবে। এই দিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক. ব্লক তৃণমূল সভাপতি মৃনাল কান্তি দাস, ব্লক তৃণমূল সহ সভাপতি স্বপন মাইতি। এই দিন আড়গোয়াল অঞ্চলের  তৃণমূল কংগ্রেসের নতুন অঞ্চল সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা করা হয় নতুন সভাপতি হলেন হরিপদ জানা সহ সভাপতি হলেন নবকুমার পন্ডা।

No comments