Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরী-২ ব্লকের সমুদ্র উপকূলবর্তী  নিজকশবা, জনকা ও খেজুরী অঞ্চলের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি। খেজুরী বটতলা ও পাঁচুড়িয়া এলাকায় বন্যা দুর্গতদের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ করেন মন্…

 





খেজুরী-২ ব্লকের সমুদ্র উপকূলবর্তী  নিজকশবা, জনকা ও খেজুরী অঞ্চলের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি। খেজুরী বটতলা ও পাঁচুড়িয়া এলাকায় বন্যা দুর্গতদের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ করেন মন্ত্রী । উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি মামুদ হোসেন, জেলা কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ রামকৃষ্ণ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, সহঃ সভাপতি সুতৃষ্ণা প্রামাণিক, গ্রাম প্রধান প্রাণকৃষ্ণ দাস, উপপ্রধান দেবাশীষ দাস, সমুদ্ভব দাস, সুতপা নায়ক,শ্যামল মিশ্র প্রমুখ । মৎস্য মন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন বিডিও ত্রিভুবন নাথ,জয়েন্ট বিডিও নিশাদ আহমেদ প্রমুখ সরকারি আধিকারিক গন।ক্ষতিগ্রস্ত বিভিন্ন মৎস্য খটি ও কাঁকড়া চাষী ইউনিয়ন সমূহের কর্মকর্তাগন মৎস্য মন্ত্রী অখিল গিরিকে ক্ষয়ক্ষতির ব্যাপারে স্মারকলিপি প্রদান করেন। ভেসে যাওয়া মৎস্য চাষীরা ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ মৎস্য মন্ত্রীর কাছে তুলে ধরেন।মৎস্য মন্ত্রী অখিল গিরি পাঁচুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্থ সমুদ্র বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেন।

No comments