Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৮০ কোটি দেশবাসীকে বিনামূল্যে রেশন,দীপাবলি পর্যন্ত ঘোষণা মোদির

দীপাবলি পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার ৷ আজ এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বর্ধিত কর্মসুচিতে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে ৷আজ জাত…

 




দীপাবলি পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার ৷ আজ এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বর্ধিত কর্মসুচিতে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে ৷আজ জাতির উদ্দেশে ভাষণের সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, "এই অতিমারিতে গরিব মানুষের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার ৷ নভেম্বর পর্যন্ত আমাদের জনসংখ্যার ৮০ কোটিরও বেশি মানুষ রেশন পাবেন ৷ কারওর পেটে খিদে নিয়ে ঘুমোনো উচিত না ৷"2020 সালের অক্টোবর মাসে প্রথম বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, কোভিড অতিমারির সময়ে 1.5 লাখ থেকে বাড়িয়ে প্রায় ৮০ লাখ গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার ৷এ দিন দেশের টিকা নীতির সপক্ষে জোরালো সওয়াল করেন মোদি ৷ তিনি ঘোষণা করেন, "21 জুন থেকে 18 বছরের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনা টিকা দেবে কেন্দ্রীয় সরকার ৷ আসন্ন 2 সপ্তাহে এই ব্যবস্থা চালু হবে ৷ কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এ ব্যাপারে নয়া নির্দেশিকা চালু করবে ৷ টিকা প্রস্তুতকারকের থেকে 75 শতাংশ টিকা ভারত সরকার নিজেই কিনে নিয়ে রাজ্য সরকারগুলিকে দেবে ৷ কোনও রাজ্যকে টিকার জন্য খরচ করতে হবে না ৷ গরিব, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই ফ্রিতে টিকা নিতে পারবেন ৷ তবে যাঁরা বেসরকারি হাসপাতালে টিকা নিতে চাইবেন, তাঁরাও তা নিতে পারবেন ৷ মোট টিকার 25 শতাংশ কিনতে পারবে বেসরকারি হাসপতালগুলি ৷ সে ক্ষেত্রে টিকার দামের উপর বেসরকারি হাসপাতালগুলি 150 টাকা সার্ভিস চার্জ নেবে, তার বেশি নয় ৷"

No comments