Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বৃক্ষপ্রেমীর ক্যারিব্যাগে মানা শিক্ষক দিলীপ কুমার পাত্র

যার কাছে পরিবেশ দিবস প্রতিদিনই। বিগত তিন বছর ধরে ক্যারিব্যাগ  ব্যবহার করেন নি । সংকল্প করেছেন আগামী দিনেও এই ভাবে মেনে চলবেন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অধিবাসী পেশায় শিক্ষক দিলীপ কুমার পাত্র যিনি স্থানীয় ম…

 





              যার কাছে পরিবেশ দিবস প্রতিদিনই। বিগত তিন বছর ধরে ক্যারিব্যাগ  ব্যবহার করেন নি । সংকল্প করেছেন আগামী দিনেও এই ভাবে মেনে চলবেন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অধিবাসী পেশায় শিক্ষক দিলীপ কুমার পাত্র যিনি স্থানীয় মানুষের কাছে  বৃক্ষ প্রেমী ও সবুজ দাদা নামে পরিচিত। তিনি নিজেও যেমন ক্যারিব্যাগ নেননি তেমনই অন্যকেও না নেওয়ার অনুরোধ করেন। তার কথায় ক্যরিব্যাগ পোড়ালে বায়ুতে দূষণ ছড়ায়, কৃষি জমি অনুর্বর হয়ে পড়ে ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়।জল নিকাশী ব্যবস্থা নষ্ট হয় , এতে অকাল বন্যা ডেকে আনে। বেশি মাত্রায় পলি জলাভূমি,খাল ও নদীতে ফেললে  অগভীর হয় এবং দৃশ্য দূষণ ঘটে এমনকি বহু প্রজাতির জলজ প্রাণীর মৃত্যু ডেকে আনে। গবাদিপশু ও বন্যপ্রাণী খাদ্যের সঙ্গে এই পলি খেয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।মাটি দূষণ ছাড়া পরিবেশের ভারসাম্য হারিয়ে যায় এছাড়াও মাটিতে বেশি পলি থাকলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় এবং বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে ভূগর্ভে পৌঁচ্ছাতে বাধা পায়। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ চল্লিশ মাইক্রনের কম ক্যারিব্যাগ উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব কাপড়,চট, কাগজের থলে ব্যবহারে জোর দিক। এতে পরিবেশ দূষণ রোধ হবে, জীববৈচিত্র্য সুরক্ষিত হবে এমনকি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।

No comments