Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদীর বাঁধ ভাঙার আশঙ্কা তড়িঘড়ি নদীবাঁধ পরিদর্শনে গেলেন বিধায়ক

ভরা কোটালের জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে রাজ্যের উপকূলবর্তী নদী বাঁধ গুলিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভ…

 





 ভরা কোটালের জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে রাজ্যের উপকূলবর্তী নদী বাঁধ গুলিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে হাজার হাজার গ্রাম। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে হতে না পারে সেজন্য রাজ্য প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন ইতিমধ্যে তৎপর হয়েছে। ইতিমধ্যে ভরা কোটালের আগে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন নদী বাঁধ তড়িঘড়ি মেরামতের কাজ চলছে। যার মধ্যে মহিষাদলের একাধিক নদী বাঁধ ইতিমধ্যে তড়িঘড়ি মেরামতের কাজ শুরু করে দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। সেই কাজ পরিদর্শনে গেলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী। তিনি তার বিধানসভা এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত নদীবাঁধ পরিদর্শন করেন। পাশাপাশি কিভাবে এই সমস্ত নদীর বাঁধ মেরামত করলে জল আটকানো যাবে তা স্থানীয় এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বিধায়কের পাশাপাশি পরিদর্শনে ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। মূলত তাদের কাছে এখন চ্যালেঞ্জ কিভাবে এই ভরা কটালে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা যায় সেটাই।




No comments