Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্রাম্যমান পুলিশ সহায়তা কেন্দ্র চালু হল

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/nMV3F1-M_gU
একুশে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সারা জেলাজুড়ে হিংসা অব্যাহত। সেজন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর টিম এবং রাজ্যের রাজ্যপাল নন্দীগ্রাম এলাকা পরিদর্শন করেছেন ।ইতিমধ্যে পুলি…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/nMV3F1-M_gU


একুশে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সারা জেলাজুড়ে হিংসা অব্যাহত। সেজন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর টিম এবং রাজ্যের রাজ্যপাল নন্দীগ্রাম এলাকা পরিদর্শন করেছেন ।ইতিমধ্যে পুলিশে রদবদল ঘটেছে অনেক বার। হিংসা ছড়িয়ে পড়েছে সারা জেলাজুড়ে গত কয়েকদিন আগেই বিজেপির উদ্যোগে সন্ত্রাস মুক্ত শান্তি ফিরিয়ে আনতে নন্দীগ্রামে তারা ডেপুটেশন দিয়েছিলেন ।নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক উদ্যোগ নিলেন পাড়ায় পাড়ায় থানা যাবে ,রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সাথে  জেলায় জেলায় নবান্ন তুলে আনতেন তার উন্নয়নের কাজের খতিয়ান দেখার জন্য। হয়তো তারই মতো নতুন পদক্ষেপ নিলেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ তুহিন বিশ্বাস।হলদিয়া মহকুমার অন্তর্গত নন্দীগ্রামে শুরু হলো ভ্রাম্যমান পুলিশ সহায়তা কেন্দ্র । একদিকে চলছে করোনা মহামারী আবার অন্যদিকে ইয়াসের দাপট ,প্রাকৃতিক দুর্যোগ। সবমিলিয়ে মানুষ গৃহবন্দী। নন্দীগ্রামের গৃহবন্দি মানুষটা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে থানায় আসার খুবই অসুবিধা বোধ করলেন নতুন ওসি তুহিন বিশ্বাস ,নন্দীগ্রাম থানা আধিকারিক।তাই নন্দীগ্রামে শুরু হলো ভ্রাম্যমান পুলিশ সহায়তা কেন্দ্র ।যেখানে নন্দীগ্রাম এলাকার বিভিন্ন পাড়ায় বিভিন্ন মোড়ে মানুষের কাছে পৌঁছে যাবে এই ভ্রাম্যমান পুলিশের গাড়ি। যেখানে মানুষের বাড়ির সামনে উপস্থিত থাকবে এই ভাম্যমান পুলিশের গাড়ি, সেখানেই তারা অভিযোগ দায়ের করতে পারবে। এই  উদ্যোগকে সাধুবাদ জানালেন নন্দীগ্রামের এলাকাবাসী।

No comments