Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনাকালে রক্তসঙ্কট, এগিয়ে এলেন মহিষাাদল ইয়ং স্টাফ ওয়েলফেয়ার

করোনার আবহে জেলার বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা গিয়েছে। মানব সেবায় নিয়োজিত  এনজিও গুলি  নিরন্তর কাজ করে চলেছে।পূর্ব মেদিনীপুর এর মহিষাদল এর এমন একটি সংস্থা ইয়ং স্টাফ ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগ এ মহিষাদল এর কুমুদিন…

 








করোনার আবহে জেলার বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা গিয়েছে। মানব সেবায় নিয়োজিত  এনজিও গুলি  নিরন্তর কাজ করে চলেছে।পূর্ব মেদিনীপুর এর মহিষাদল এর এমন একটি সংস্থা ইয়ং স্টাফ ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগ এ মহিষাদল এর কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে রবিবার একটি রক্তদান শিবির এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ মানস পণ্ডা। রক্তদান শিবির ছাড়াও এই সংস্থাটি মহিষাদল এ অন্যান্য যে সমস্ত সংস্থা মানবসেবায় নিয়োজিত তাদের সংবর্ধনা প্রদান করে, যেমন বিদ্যাসাগর ওয়েলফেয়ার ট্রাস্ট, হ্যাপি টু হেল্প, বিপন্ন বন্ধু, রেড ভলান্টিয়ার। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস জানান বর্তমান কোবিড সময়ে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলি রক্ত সংকট এ ভুগছে, চিকিৎসা করতেও সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। সেই সময়ে এই সংস্থাটির এই কাজের সামাজিক গুরুত্ব অনেকটাই বলে জানান তিনি।  মোট রক্তদাতা ছিলেন প্রায় পঞ্চাশ জন  বলে জানান সংস্থার সভাপতি শেখ হোসেনুর রহমান।

No comments