Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিঘাইতে রক্তদান শিবির

করোনা আবহে জেলাজুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই  সংকট মেটাতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিঘাইতে এক স্বেচ্ছায় রক্তদান শ…

 





করোনা আবহে জেলাজুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই  সংকট মেটাতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিঘাইতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ দিন শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।   উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান,  সহ-সভাপতি শ্রীপতি প্রধান, দলের ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, প্রকাশ রায়চৌধুরী, আইজাদ হোসেন ও দেবব্রত জানা প্রমুখ। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, করোনা সংক্রমনের ফলে বর্তমানে লকডাউন চলছে। এই লকডাউন এর ফলে জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য যে রক্তের দরকার তা পাওয়া যাচ্ছে না। চিকিৎসকরাও চিকিৎসা করতে সমস্যায় পড়ছেন। এ ধরনের এক পরিস্থিতিতে রক্তদান শিবিরের সামাজিক গুরুত্ব অনেকটাই। যিনি রক্ত দিচ্ছেন, তার অবদানকেও ভোলার নয়। তিনি সমাজের জন্য মহৎ কাজ করছেন। কাজেই এ ধরনের রক্তদান শিবির আরো বেশি বেশি করে করা দরকার। তবে এ দিনের এই শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে মঞ্জুশ্রী  অঞ্চল তৃনমূলের আহ্বায়ক  আইজাদ হোসেন জানান।

No comments