Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যা বিধ্বস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন সুতাহাটা প্রয়াস

বন্যা বিধ্বস্ত জল প্লাবনে ঝিকুরখালির হাজার হাজার মানুষ আজ অসহায়। প্রকৃতির নিষ্ঠুর পরিহাসে জলমগ্ন প্রায় সমস্ত এলাকা। ঘরবাড়ি সবই নদীগর্ভে।  অসহায় মানুষ গুলোর দিকে তাকালে চোখে জল চলে আসে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে  সুতাহা…

 




বন্যা বিধ্বস্ত জল প্লাবনে ঝিকুরখালির হাজার হাজার মানুষ আজ অসহায়। প্রকৃতির নিষ্ঠুর পরিহাসে জলমগ্ন প্রায় সমস্ত এলাকা। ঘরবাড়ি সবই নদীগর্ভে।  অসহায় মানুষ গুলোর দিকে তাকালে চোখে জল চলে আসে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে  সুতাহাটা 'প্রয়াস ' ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা ইউনিট চেষ্টা করছে তাদের সাথে থাকতে।এই অসহায় মানুষদের  রান্না করা খাওয়ার, জল  পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা ছাড়া আমরা কি আর দিতে পারি? আজ প্রায় একশ কুড়িজন অসহায় পরিবারকে রান্না করা খাবার সামগ্রী পৌঁছে দিতে পেরেছি।  মহিলাদের লজ্জা নিবারণের জন্য নতুন শাড়ি  প্রদান করেছি। উপস্থিত ছিলেন পরান চক  শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক প্রাননাথ শেঠ।  লক্ষা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি,ঢেকুয়া অগ্রণী সংঘের মনীন্দ্রনাথ গায়েন,তমলুক কলেজের অধ্যাপক তাপস সেনগুপ্ত,কৌশিক ভট্টাচার্য।আমরা ভবিষ্যতে এভাবে মানুষের পাশে থাকতে চাই।তাদের এই দুর্দশার দিনে আপনারা সবাই পাশে থাকুন।  সবাই আসুন  সাহায্যের হাত বাড়িয়ে দিন। অসহায় মানুষগুলির আপনাদের পাশে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

No comments