Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব পরিবেশ দিবসে করোনা প্রতিরোধে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরন

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে করোনা প্রতিরোধে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরন।অাজ বিশ্ব পরিবেশ দিবস এবং ময়না পি সি রায় সায়েন্স সোসাইটি র প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে ময়না পি সি রায় সায়েন্স সোসাইটি ময়না বাজারে করোনা সচেতনতা প্রচার এবং লিফলে…

 




৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে করোনা প্রতিরোধে সচেতনতা প্রচার ও মাস্ক বিতরন।অাজ বিশ্ব পরিবেশ দিবস এবং ময়না পি সি রায় সায়েন্স সোসাইটি র প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে ময়না পি সি রায় সায়েন্স সোসাইটি ময়না বাজারে করোনা সচেতনতা প্রচার এবং লিফলেট ও মাস্ক বিতরণ করে। অতিমারী কোভিড-১৯ প্রতিরোধে কঠোরভাবে বিজ্ঞান সম্মত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোনরকম বুজরুকি তথা ঝাড়ফুঁক, গোমুত্র সেবন প্রভৃতির খপ্পরে না পড়ার অাহ্বান জানিয়ে প্রচার করে সায়েন্স সোসাইটি র সদস্যরা। ময়না বাজারে ৫০০ মাস্ক এবং হেল্পলাইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি র জেলা সহ সম্পাদক শিক্ষক  সিদ্ধার্থ শংকর রায়, ময়না পি সি রায় সায়েন্স সোসাইটি র সহসভাপতি শিক্ষক বিকাশ পাত্র, যুগ্ম সম্পাদক প্রিয়ব্রত দাস, সুরজিত দাস সহ ক্লাবের সদস্য রা কর্মসূচি তে অংশগ্রহণ করেন। ঐদিনই বিকেলে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অালোচনা সভার ও অায়োজন করা হয়। সেখানে প্রধান অালোচক হিসাবে এগরা কলেজের অধ্যাপিকা রুম্পা সাউ উপস্থিত ছিলেন।

No comments