Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের জেলা পুলিশের রদবদল

পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী জেলা সফর করার পরেই জেলা পুলিশে রদবদল। পূর্ব মেদিনীপুরের ১০ জন পুলিশ অফিসারের পদোন্নতি হলো। কাঁথি থানার মহিলা পুলিশ কর্মী প্রতিমা  সাউ নন্দীগ্রাম থানায় কর্মী হিসাবে স্থানান্তরিত হল। কাঁথি মহিলা থানা…

 






পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী জেলা সফর করার পরেই জেলা পুলিশে রদবদল। পূর্ব মেদিনীপুরের ১০ জন পুলিশ অফিসারের পদোন্নতি হলো। কাঁথি থানার মহিলা পুলিশ কর্মী প্রতিমা  সাউ নন্দীগ্রাম থানায় কর্মী হিসাবে স্থানান্তরিত হল। কাঁথি মহিলা থানার ওসি অনুষ্কা মাইতি কে সরিয়ে দেওয়া হলো। তাকে পাঠানো হলো সিএমজি সেলে।মহিষাদল থানার তিনজন এস আই ট্রানস্ফার । মহিষাদল থানার এসআই শনৎ মুদি ভগবানপুর থানায় ট্রানস্ফার । মহিষাদল থানার এসআই রবি গায়িকার অভিমান্যুদু দাস পটাশপুর থানায় স্থানান্তরিত হল। অপরদিকে পটাশপুর থানার এসআই কালিশংকর বেরা মডেল থানা এলেন।  ভগবানপুর থানার এসআই সুজিত সামন্ত মহিষাদল থানা এলেন। তমলুক থানার পুলিশ কর্মী অনুমিতা গিরি খেজুরি থানায় গেলেন। খেজুরি থানার এসআই কুমার হাসেদ ঐ  থানার ওসি হলেন।

No comments