Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরে এল ফুটো পর্তুগিজ জাহাজ

সমুদ্রে ফুটো হয়ে যাওয়া পর্তুগিজ কন্টেইনারবাহী জাহাজ এমভি  ডেভন চারদিন পর মঙ্গলবার সকাল এসে পৌঁছল হলদিয়া বন্দরে। ১৯ জুন জাহাজটি হলদিয়া আসার কথা ছিল। গত ১৬ জুন শ্রীলঙ্কা কলম্বো বন্দর থেকে হলদিয়া আসার পথে ওই জাহাজের ট্যাঙ্ক ফুট…

 







সমুদ্রে ফুটো হয়ে যাওয়া পর্তুগিজ কন্টেইনারবাহী জাহাজ এমভি  ডেভন চারদিন পর মঙ্গলবার সকাল এসে পৌঁছল হলদিয়া বন্দরে। ১৯ জুন জাহাজটি হলদিয়া আসার কথা ছিল। গত ১৬ জুন শ্রীলঙ্কা কলম্বো বন্দর থেকে হলদিয়া আসার পথে ওই জাহাজের ট্যাঙ্ক ফুটো হয়ে মহাসমুদ্রের ছড়িয়ে পড়ল ১০ হাজার লিটার জ্বালানি তেল।  বঙ্গোপসাগরে তেল ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়। ৩৮২টি কন্টেইনারে ১০ হাজার ৭৯৫ মেট্রিক টন পণ্য নিয়ে আসছিল। জাহাজে ১১ জন ফিলিপিন্স  ৪ জন ইউক্রেন, একজন রাশিয়ান ও একজন জার্মানির, অর্থাৎ মোট ১৭ জন নাবিক রয়েছেন ।ফুটো হয়ে যাওয়া জাহাজের ১ লক্ষ ২০ হাজার লিটার জ্বালানি তেল থেকে ১০ হাজার লিটার তেল ছড়িয়ে যায় ।কলকাতা পোর্ট ট্রাস্টের জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানান জাহাজটি সোমবার সন্ধ্যে ৭টা ২৫ মিনিট নাগাদ স্যান্ড হেডে  পৌঁছে হলদিয়া কে রিপোর্টিং করে। এদিন সকালে  হলদিয়া ডকে ঢোকে। বন্দরে ১০ নম্বর  বার্থে নোঙ্গর করা হয়েছে। ডুবুরিরা আন্ডারওয়াটার ক্যামেরা দিয়ে ফুটো অংশটি চিহ্নিত করেছেন। কন্টেনার নামানোর পর রাতে এই ফুটো মেরামত করা হবে বলে সার্ভেয়ার জানিয়েছেন। জাহাজ থেকে  কন্টেইনার নামানোর কাজ চলছে । তিনি জানান এদিন ডাইরেক্টর অফ শিপিংয়ের  সার্ভেয়ার জাহাজে উঠে পর্যবেক্ষণ করেন ।কোথায় কিভাবে ফুটো  ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজের ফুটো থেকে যাতে বন্দরের ডকের জলে তেল লিকেজ না হয়    সে বিষয়ে সতর্ক রয়েছে ইঞ্জিনিয়াররা। প্রসঙ্গত ১৬ ই জুন জাহাজে তেলের ট্যাঙ্ক ফুটো ধরা পড়ার পর বিপদগ্রস্ত এম ভি ডেভেন এর ক্যাপ্টেন হলদিয়া বন্দর মেরিন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেন। ওই সময় জাহাজটি চেন্নাই থেকে ২৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করেছিল। কোস্টগার্ডের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবিষয়ে সক্রিয় নজরদারি শুরু করে। ঘটনার পরই কোস্টগার্ডের পলিউশান রেসপন্স টিম কে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয় ।মাঝ সমুদ্রে পাঠানো হয় কোস্টগার্ডের জাহাজ ও ডনিয়ার এয়ার ক্র্যাফ্ট ।

No comments