Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রক্ত সঙ্কট মেটাতে,সুতাহাটা প্রয়াসের উদ্যোগে রক্তদান শিবির

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/bCazc_x1Hzgকরোনা আবহে জেলা জুড়ে কমেছে রক্তদান শিবির।জেলার ব্লাড ব‍্যাঙ্কগুলিতে ব‍্যাপক রক্তের সঙ্কট দেখা দিয়েছে।সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা ইউনিটে…

 




ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/bCazc_x1Hzg

করোনা আবহে জেলা জুড়ে কমেছে রক্তদান শিবির।জেলার ব্লাড ব‍্যাঙ্কগুলিতে ব‍্যাপক রক্তের সঙ্কট দেখা দিয়েছে।সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা ইউনিটের উদ‍্যোগে বুধবার হলদিয়ার সুতাহাটা বাসস্ট্যান্ডে কোভিড বিধি মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করে।প্রত‍্যেক রক্তদাতাদের হাতে সবুজায়নের বার্তা দিতে ফলের নারকেল চারাগাছ তুলে দেওয়া হয়।এই অতিমারীর সময় মূমুর্ষ ও থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান উদ‍্যোক্তারা।এই অতিমারীর সময় মূমুর্ষ ও থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উদ‍্যোক্তারা।সুতাহাটা প্রয়াসের সভাপতি প্রীতিভূষণ অধিকারী জানান এই দুঃসময়ে এক ইউনিট রক্ত অতীব মূল‍্যবান।তাই সরকারি স্বাস্থ্য বিধি মেনে যারা রক্ত দিলেন তাদের কূর্ণিশ জানাই।বিজ্ঞান মঞ্চের সদস‍্য নকুল ঘাঁটী বলেন কোভিড পরিস্থিতিতে রক্তের জোগান দিতে আগামীদিনে জেলাজুড়ে ভ্রাম্যমাণ রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের সম্পাদক মণীন্দ্রনাথ গায়েন,প্রয়াসের সম্পাদক সুবিমল দাস,প্রভাষ সামন্ত,মলয় মহাপাত্র,সুকমল প্রধান সহ অন‍্যান‍্যরা।



No comments