Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড ১৯ আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শ্রমিকনেতা সুরেশ করন

covid-19 সারাদেশের সঙ্গে রাজ্যে এবং জেলায় ছড়িয়ে পড়েছে ।পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ও বিভিন্ন জায়গায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল চলছিল। যদিও এই মুহূর্তে অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা। শিল্প শহর হলদিয়া বাম ন…

 

covid-19 সারাদেশের সঙ্গে রাজ্যে এবং জেলায় ছড়িয়ে পড়েছে ।পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ও বিভিন্ন জায়গায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল চলছিল। যদিও এই মুহূর্তে অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা। শিল্প শহর হলদিয়া বাম নেতৃত্ব গত কয়েক মাস আগেই কোভিডে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে আজ তিনি পরলোকগমন করলেন। একসময় হলদিয়ার সিআইটি ইউ সংগঠনের নেতৃত্ব দিতেন। হলদিয়া হিন্দুস্তান ফার্টিলাইজার, এইচ এস সি, এক্সাইড এইসব কারখানা গঠনের সময় তীব্র আন্দোলনের নেতৃত্ব দিতেন সুরেশ। পরবর্তীকালে রাজ্যের পালাবদল হয় ২০১১ সালে তিনি স্রোতের নিয়মেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। হলদিয়ার ক্রীড়া জগতের এক নাম সুরেশ করন। করণ পরিবার সকলেই সামাজিক কাজ ও খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন। হলদিয়া মিলন সংঘ ক্লাব তারই হাতে গড়া প্রত্যেক বছর দুর্গাচক স্টেডিয়ামে খেলার আয়োজন করতেন, উদ্যোক্তা থাকতেন সুরেশ। হলদিয়া বিভিন্ন কারখানার নেতৃত্ব দিতেন । তার এই অকাল প্রয়াণে এলাকার  শ্রমিক সকলেই ভারাক্রান্ত হয়ে পড়লেন।উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। লায়ন্স ক্লাবের অন্যতম জেলার গভর্নর সেখ মজাফফর আলী ,তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা মুখপাত্র তাপস মাইতি। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি আজগর আলী (পল্টু), বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র গোস্বামী প্রমুখ।
No comments