পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এ্যসোসিয়েশান হল এই জেলার অন্যতম একটি ক্রীড়া সংগঠন। সারা বছর ধরে ক্রীড়া চর্চা ও ক্রীড়া প্রশিক্ষণের সাথে সাথে নানান সমাজসেবামূলক কাজ করে থাকে। বিগত ২০১৭ সালে বন্যা দূর্গত মানুষের সেবায় মাননীয়া মু…
পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস এ্যসোসিয়েশান হল এই জেলার অন্যতম একটি ক্রীড়া সংগঠন। সারা বছর ধরে ক্রীড়া চর্চা ও ক্রীড়া প্রশিক্ষণের সাথে সাথে নানান সমাজসেবামূলক কাজ করে থাকে। বিগত ২০১৭ সালে বন্যা দূর্গত মানুষের সেবায় মাননীয়া মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকার চেক জেলাশাসকের হাতে তুলে দিয়ে ছিলেন।এ বছরেও ভয়ংকর ঘুর্নিঝড় যশ এর তান্ডবে শংকরপুর - মন্দারমনী উপকূলবর্তী এলাকায় চাঁদপুর গ্ৰামের ১০৫ টি পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে সর্বশান্ত পরিবারগুলোর হাত শাড়ি, লুঙ্গি, গামছা, আমুল দুধ, বিস্কুট, পানীয় জল, সাবান, তেল, মোমবাতি, গ্যাস লাইটার,মাস্ক প্রভৃতি ত্রানসামগ্ৰী তুলে দেওয়া হয়েছে। সংগঠনের বিশেষ অনুরোধে ত্রানসামগ্ৰী তুলে দেন মন্দারমনী কোস্টাল থানার ওসি সম্মানীয় অভিজিৎ পাত্র ।
No comments