Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজরোগ- নুটবিহারী পাত্র

রাজামশাই শুধুই কাঁদেন রাতের বেলা হ'লেচোখ-মুখ সব গেছে ফুলে চক্ষু ডলে ডলে।দিনেরবেলা সিংহাসনে গুম হ'য়ে চুপ থাকেনবুকফাটে তো মুখ ফোটেনা মনের ব‍্যথা ঢাকেন।রাজকার্য উঠল পাটে সবাই দিশেহারাকোন রকম রাজ‍্য চালান মন্ত্রী গোমস্তারা।রা…

 






রাজামশাই শুধুই কাঁদেন রাতের বেলা হ'লে

চোখ-মুখ সব গেছে ফুলে চক্ষু ডলে ডলে।

দিনেরবেলা সিংহাসনে গুম হ'য়ে চুপ থাকেন

বুকফাটে তো মুখ ফোটেনা মনের ব‍্যথা ঢাকেন।

রাজকার্য উঠল পাটে সবাই দিশেহারা

কোন রকম রাজ‍্য চালান মন্ত্রী গোমস্তারা।

রাজবদ‍্যি প্রতিদিনই টিপে দেখন নাড়ি

বলেন শুধু তেমন কিছু পাইনে বাড়াবাড়ি।

তবুও দেন কতক ওষুধ হামান্দিস্তায় ছেঁচে

বলে "ধরে খাইয়ে দেবেন হাত-পা গুলো খেঁচে।"

এমন ক'রে খাইয়ে ওষুধ তিনমাস পার হয়

তবুও রাজার রোগ সারেনা, সবাই পেল ভয়।

দিনেদিনে রাজামশাই হলেন বড় ক্ষীণ

মন্ত্রী বলেন "বদ‍্যিমশাই, উপায় বলে দিন!"

বদ‍্যি বলেন "কোন রকম যাচ্ছেনা তো ধরা

মনে তো হয় এই রোগটা ভীষণ রকম কড়া।"

আমার দ্বারা আর হবেনা দিচ্ছি আমি ছেড়ে

আবার যদি কাউকে পান দেখুন নেড়েচেড়ে।"


শেষকালেতে বলেন রাজা "ঢের হয়েছে দেখা

ওষুধ খাওয়ার চোটে আমার মুখ হয়েছে বেঁকা।

আমার জ্বালায় মরছি আমি, বুঝবে কেরে পাঁঠা?

সামলে নিই, তখন তোদের মুণ্ডু যাবে কাটা।

ভাবলি কেন রোগ হয়েছে?হয়নি আমার কিছু

আগবাড়িয়ে শুধুশুধু লাগলি আমার পিছু।

সিংহাসনে যখন থাকি ভালোই কেটে যায়

সিংহাসন ছাড়লে রাতে শুধুই কান্না পায়।

এই না বুঝি সিংহাসনে দখল নিল কেউ

তাইনা ভেবেই সারাটা রাত কাঁদি ভেউভেউ।"

No comments