পূর্ব মেদিনীপুরঃ দারিদ্রতা কারণেই বেছে নিল ব্যবসায়ী করুণ পরিনিতি।আটদিনের মাথায় খুনের ঘটনায় তদন্তে নেমে কিনারা করল পুলিশ। সৈকত নগরী দিঘায় হোটেল মালিক খুনের ঘটনায় তদন্তে নেমেই কার্ষত রোমাঞ্চকর তথ্য উদ্ধার করল পুলিশ। শনিবার বিকাল…
পূর্ব মেদিনীপুরঃ দারিদ্রতা কারণেই বেছে নিল ব্যবসায়ী করুণ পরিনিতি।আটদিনের মাথায় খুনের ঘটনায় তদন্তে নেমে কিনারা করল পুলিশ। সৈকত নগরী দিঘায় হোটেল মালিক খুনের ঘটনায় তদন্তে নেমেই কার্ষত রোমাঞ্চকর তথ্য উদ্ধার করল পুলিশ। শনিবার বিকালে খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করেই এমনি জানালেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিঙ্গল। দিঘার হোটেল ব্যবসায়ী খুনের ঘটনায় উঠে এলো রোমাঞ্চকর একের পর এক তথ্য।
এদিন বিকালে খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করে কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার আধিকারিক বলেন " মেয়ে বিয়ে দেওয়ার জন্য হোটেল মালিককে পরিকল্পিত ভাবে হোটেলের জানলা ভেঙে ভেতরে ঢুকে পড়ে কাঠমিস্ত্রী জামিল। এরপর লাইলন দড়ি শ্বাসরোধ করে খুন করে। চুরি যাওয়ার ৪ লক্ষ ৪৮ হাজার টাকা এবং সিসিটিভি হার্ডডিক্স উদ্ধার করে। চুরি যাওয়ার দুই লক্ষ টাকা সোনার ও রুপো গহনা উদ্ধার করে।
No comments