Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মণীষী প্রণাম ; ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - দেবাশিস পাহাড়ী

বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ এর ২৬ শে জুন নৈহাটির কাঁটালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। ছেলেবেলা থেকেই অতি মেধাবী ছাত্র । ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এবং আচার্য যদুনাথ বসু বি. এ …

 



 

বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ এর ২৬ শে জুন নৈহাটির কাঁটালপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। ছেলেবেলা থেকেই অতি মেধাবী ছাত্র । ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এবং আচার্য যদুনাথ বসু বি. এ পাশ করেন, প্রথম ভারতীয় গ্র্যাজুয়েট তাঁরা।আদ্যন্ত দেশপ্রেমিক।১৮৭৫ এ দেশের অন্যতম জাতীয় সঙ্গীত লেখেন।

ঋষি তিনি, প্রজ্ঞায় অগাধ অতল

মহীরূহ হয়ে দেন ছায়া সুশীতল

                  বাঙালীর রীতিনীতি

                  নিখাদ স্বদেশপ্রীতি

দেশজননীর প্রতি ভক্তি অটল ।।

' বন্ দে মাতরম ' মুখরিত গানে

খোলা হাওয়া বয়েছিল মুক্তির টানে

                  উপন্যাস রচনায়

                  বাঙালীরা দিশা পায়

আজও তিনি উজ্জ্বল নিজ অবদানে।।


No comments