Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া উন্নয়ন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরে বিধায়ক

covid-19 এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য গ্রীষ্মের সময় ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেককে অঞ্চলে গণ সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত …

 




covid-19 এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য গ্রীষ্মের সময় ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেককে অঞ্চলে গণ সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। হলদিয়া উন্নয়ন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির বাড়সুন্দরা হাই স্কুলে অনুষ্ঠিত হয়। সূচনা করেন মহিষাদল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ।উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি , হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতিhttps://youtu.be/mvQZr06MYSQ

হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি সুব্রত হাজরা ,ভূমি ও বন কর্মাধক্ষ্য এবং মহিলা নেত্রী শান্তিবারীক,https://youtu.be/e4z3TwzMoaQ

 বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহাব আলী, নারী ও শিশু কল্যাণ কর্মাধক্ষ্য মৌসুমী দাস প্রমূখ। https://youtu.be/vfrUA1Act70

হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি সুব্রত হাজরা বললেন কোভিড 19 মানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় 200 জন মহিলা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন কিন্তু স্থানীয় হলদিয়া মহাকুমার হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক তারা এই মুহূর্তে এত রক্ত নিতে পারছে না ।https://youtu.be/qpPn1vphMcU

তাই বাধ্য হয়ে আমরা এলাকার যেসকল মা ও বোনেরা এসেছেন আমাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছি আজ এই রক্তদান শিবিরে মাত্র ৫০ জনের রক্ত নিলেন।




No comments