Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এসেছিল গত বছরের মার্চে।দাপিয়ে বেড়াচ্ছে এখনো গোটা পৃথিবী জুড়ে। ভারতবর্ষের অবস্থা ও দুর্বিষহ।২০২১ এর মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রী বল্লেন সে চলে গেছে,আমরা মুক্ত।বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি! ঠিক ধরেছেন , কোভিড - ১৯ নামক অস…

 



এসেছিল গত বছরের মার্চে।দাপিয়ে বেড়াচ্ছে এখনো গোটা পৃথিবী জুড়ে। ভারতবর্ষের অবস্থা ও দুর্বিষহ।২০২১ এর মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রী বল্লেন সে চলে গেছে,আমরা মুক্ত।বুঝতে পারছেন নিশ্চয়ই কার কথা বলছি! ঠিক ধরেছেন , কোভিড - ১৯ নামক অসুখটির কথাই বলছি। এখন সারা পৃথিবীর চোখ ভারতের দিকে,ভারত তো করোনা মুক্ত হয়নি, বরং দ্বিতীয় ঢেউ বুঝিয়ে দিয়েছে বেসামাল ভারতবর্ষের প্রকৃত অবস্থা।ডাক্তার বাবুদের আশঙ্কাকে সত্যি করে প্রতিদিন ৪০০০এর ও বেশী মানুষ মারা যাচ্ছেন,আক্রান্ত হচ্ছেন প্রতিদিন ৩/৪লক্ষ মানুষ। এতো সংখ্যার কথা,কিন্তু এই ঢেউয়ের প্রভাবে গ্রাম বাংলার অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারা ও যাচ্ছেন যার হিসেব সরকারের কাছেও নেই ,কারন সেই সাধারণ দিন অনি দিন খাই মানুষজন করোনা পরীক্ষা করেননি।ডাক্তার বাবুরা বলছেন,আবার নাকি তৃতীয় ঢেউ ও আসতে পারে!

বন্ধ স্কুল কলেজ,সরকারি অফিস... নিরন্ন,কর্মহীন অসহায় মানুষ চারপাশে....জিনিসপত্রের দাম আকাশছোঁয়া.....কোন ভ্রুক্ষেপ নেই কারোর।

এই অবস্থা থেকে বেরোব কিভাবে আমরা?কবে ফিরবে সুস্থ,স্বাভাবিক জীবন? অনেকে বলছেন ভ্যাকসিন সব সমস্যার সমাধান করবে।কিন্তু সত্যিই কি তাই?বাস্তব চিত্র হলো ফেব্রুয়ারি মাস থেকে টিকা শুরু হয়েছে। ৪  মাস অতিক্রান্ত। এখনো পর্যন্ত প্রথমবার টিকা পেয়েছেন১৯.৬ কোটি মানুষ,আর দুবার টিকা পেয়েছেন মাত্র ৪.২ কোটি মানুষ।ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি র ও বেশি।তাহলে কতদিন পর সমস্ত মানুষ টিকা পাবেন? হিসেব বলছে এই গতিতে চললে কমপক্ষে ১০বছর লাগবে সকলকে ভ্যাকসিন দিতে।        

তাই AIPSN ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্রুত টিকাকরন প্রক্রিয়া কার্যকর করার জন্য ১)আরো বেশি আগ্রহী টীকা প্রস্তুতকারী সংস্থাকে লাইসেন্স দেওয়ার দাবী জানাচ্ছে।২) ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থাকে যুক্ত করা হোক এই কাজে। ৩) বেসরকারি সংস্থার সঙ্গে  সরকারি সংস্থাকে এই কাজে যুক্ত করা হোক।৪)এছাড়া ভারতীয় বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরির গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় পরিকাঠামো  দেওয়া হোক। তবেই সমস্ত ভারতবাসীকে দ্রুত ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।৫)আমাদের সর্বপ্রধান দাবী সকলকে  বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। এটাই আমাদের প্রধান দাবী।যে দেশের অর্ধেক মানুষ দুবেলা পেট ভরে খেতে পায়না তারা ভ্যাকসিন কিনবে কোথা থেকে?এই অন্ধকার সময়ে সরকারের সেই দায়িত্ব নেওয়া উচিত।                                        তাই আসুন , দ্রুত ও  বিনামূল্যে ভ্যাকসিনের দাবীতে সকলে AIPSN ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর সঙ্গে সোচ্চার হই।

No comments