Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথির মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম হিরানী দুয়ারে ত্রাণ শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আজ থেকে ১১ জায়গায় দুয়ারে ত্রাণ শিবির আয়োজিত হয়। কাঁথি পৌর এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ইয়াস দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষজন কাঁথি রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে দুয়ারে ত্রাণ কার্মসূচীতে  আবেদনপত্র জমা …

 



পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আজ থেকে ১১ জায়গায় দুয়ারে ত্রাণ শিবির আয়োজিত হয়। কাঁথি পৌর এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ইয়াস দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষজন কাঁথি রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে দুয়ারে ত্রাণ কার্মসূচীতে  আবেদনপত্র জমা দেন।আবেদন পত্র জমা নেওয়া চলবে আগামী ১৮ ই জুন পর্যন্ত। কৃষি, বসতবাড়ী, মৎস্য, উদ্যান পালন,গবাদি পশু  এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে ক্ষতিপূরণের ৬ টি টেবিলে ফর্ম জমা নেওয়া হচ্ছে। আগামী ৫ ই জুন কাঁথি পৌরসভার ১৭,১৮,১৯,২০,২১ নং ওয়ার্ডের  ক্ষতিগ্রস্থদের আবেদনপত্র জমা নেওয়া হবে।কাঁথি (দারুয়া) রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে ত্রাণ শিবির পরিদর্শন করেন কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য মামুদ হোসেন, সেক সাবুল প্রমুখ। কাঁথির মহকুমা শাসক আদিত্য  মোহন বিক্রম হিরানী ও অন্যান্য আধিকারিকগন দুয়ারে ত্রাণ শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন।কাঁথি মহকুমার রামনগর-১ ব্লকের পদিমা,রামনগর -২ ব্লকের কালিন্দী, খেজুরী-২ ব্লকের খেজুরী প্রভৃতি জায়গায় দুয়ারে ত্রাণ ক্যাম্পে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইয়াসের ক্ষয়ক্ষতির আবেদনপত্র জমা দিয়েছেন। ১৮ ই জুনের পরে সরকারীভাবে ক্ষয়ক্ষতির তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্হদের তালিকা প্রনয়ণ করা হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে  উপভোক্তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

No comments