সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী কয়েক হাজার মানুষের বাড়িঘর। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে অন্যত্র দিন কাটাতে হচ্ছে বিপর্যস্ত মানুষদের। স…
সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ বন্যা কবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী কয়েক হাজার মানুষের বাড়িঘর। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ে অন্যত্র দিন কাটাতে হচ্ছে বিপর্যস্ত মানুষদের। সেই সমস্ত নিঃস্ব মানুষদের কাছে সাংসারিক আসবাবপত্র পৌঁছে দিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ও হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় হলদিয়া বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে কাঁথির জুনপুট কোস্টাল থানা এলাকায় এই সমস্ত আসবাবপত্র পাঠানো হয়েছে। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সেই সমস্ত আসবাবপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। এছাড়াও ওই এলাকার ছাত্র-ছাত্রীদের বইপত্র বানের জলে ভেসে গিয়েছে তাদের পঠন-পাঠন এর জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বই পত্র পাঠালেন। বুধবার দুপুরে হলদিয়া থেকে সড়ক পথে প্রায় দু- তিল লক্ষ টাকার সাংসারিক আসবাবপত্র ওই এলাকায় পৌঁছে দেয় হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। সেখানে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বিপর্যস্ত মানুষদের মাধ্যমে এই সমস্ত বন্টন করা হবে। হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা বলেন, "কাঁথি মহকুমা এলাকার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। যার ফলে আমরা রামকৃষ্ণ মিশনের সহযোগিতা নিয়ে গত কয়েকদিন আগে ওই এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছিলাম। এখনো পর্যন্ত বহু মানুষ বাড়ি ফিরতে পারেনি। তাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। সেই সমস্ত মানুষদের জন্য ক্ষতি হওয়া যাবতীয় সাংসারিক বাসনপত্র সহ নানাবিদ পাঠানো হলো" সূচনাকালে উপস্থিত ছিলেন এ গনেশন, জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং),অভয় কুমার মহাপাত্র, জেনারেল ম্যানেজার (ট্রাফিক),প্রবীন কুমার দাস, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস), অভিজিৎ গুপ্ত, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (ফিনান্স), প্রমূখ।
No comments