Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা

নিমতৌড়ী স্মৃতিসৌধে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অায়োজিত হয়। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী  ডঃ সৌমেন মহাপাত্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কোঅরডিনেটর তথা মন্ত্রী অখিল গিরি, জে…

 




নিমতৌড়ী স্মৃতিসৌধে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অায়োজিত হয়। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী  ডঃ সৌমেন মহাপাত্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কোঅরডিনেটর তথা মন্ত্রী অখিল গিরি, জেলা কোঅরডিনেটর অর্ধেন্দু মাইতি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক উত্তম বারিক, বিধায়ক সুকুমার দে, বিধায়ক তিলক চক্রবর্তী, বিধায়ক তরুণ মাইতি, শহীদ মাতা তথা বিধায়ক ফিরোজা বিবি, তাপস মাইতি, গৌরমোহন দাস ঠাকুর, কাজল বর্মন প্রমুখ নেতৃবৃন্দ। ২৫ টি ব্লক ও ৫ টি পৌরসভার দলীয় সভাপতি, নির্বাচিত বিধায়ক,বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দী প্রার্থীগণ সভায় উপস্হিত ছিলেন।গতকাল কোলকাতায় অনুষ্ঠিত  দলীয় সভায় গৃহীত সিদ্ধান্তবলী সম্পর্কে সকলকে অভিহিত করেন মন্ত্রী অখিল গিরি। সভায় বিগত বিধানসভা নির্বাচনে জেলার সমস্ত কেন্দ্রের নির্বাচনী পর্যালোচনা ও নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে বিশদ অালোচনা হয়।ইয়াস দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্গঠনের কাজে দলীয় সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত কে সক্রিয় ভূমিকা পালন করার অাহ্বান জানান হয়।দুয়ারে ত্রাণ কর্মসূচী কে সফল করতে সর্বস্তরের নেতৃত্ব কে সহযোগিতা করতে বলা হয়।ত্রিস্তর পঞ্চায়েতে অনাস্থা অানা ও দলবিরোধী কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা জেলা কোর কমিটি ও জেলা সভাপতির অনুমোদন ছাড়া কোন ভাবেই করা যাবে না বলে ঘোষণা করা হয়। অাগামী বুধবার নিমতৌড়ী স্মৃতিসৌধে দলীয় ও পঞ্চায়েত স্তরের কর্মকর্তা দের নিয়ে জেলা কমিটির অারেকটি বর্ধিত সভা অায়োজিত হবে বলে জানান জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। এক পদ এক ব্যক্তি নীতি সবস্তরে প্রয়োগ হবে বলে জানান জেলা কোঅরডিনেটর তথা মন্ত্রী অখিল গিরি।

No comments