Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল পুলিশ

রাজনৈতিক হিংসার মূল জায়গা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার বিভিন্ন এলাকা। যেখানে দিনে রাতে বোমাবাজি হয়, এমনকি বন্দুক হাতে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে দুষ্কৃতিদের। এক সময় তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী,ঘরছাড়া বহু বিজেপি …

 






রাজনৈতিক হিংসার মূল জায়গা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার বিভিন্ন এলাকা। যেখানে দিনে রাতে বোমাবাজি হয়, এমনকি বন্দুক হাতে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে দুষ্কৃতিদের। এক সময় তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী,ঘরছাড়া বহু বিজেপি কর্মী সমর্থকরা। ফের ২১ শের বিধানসভা নির্বাচনের পর ঘরছাড়া বিজেপি কর্মীরা। যদিও বাড়ি ফিরছে তবে শাসকদলের হাতে দিতে হচ্ছে জরিমানা,যা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেন ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ির লোকজন।

কিন্তু এদিন ভূপতিনগর থানার ওসির মানবিক পরিচয় পাওয়া গেল। ভূপতিনগর থানার ওসি মহম্মদ আলি'র নেতৃত্বে ঘরে ফেরানো হল ঘরছাড়া বিজেপি কর্মীকে। প্রায় কয়েকজন ঘরছাড়া বিজেপি কর্মীদের ওসির নেতৃত্বে ঘরে ফেরানো হয়।

ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের ধাঁইপুকুরিয়া গ্রামের বাসিন্দা মানস বারিক ও মুরাগেছিয়া গ্রামের বাসিন্দা হরেকৃষ্ণ ভূঞা দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর পুলিশের হস্তক্ষেপে ঘরে ফেরে এদিন। তবে এ খুবই ব্যতিক্রমী ঘটনা বলে মনে করছেন এলাকার মানুষজন , ভূপতিনগর থানার ওসির প্রশংসা করেন ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।তবে এখনও প্রায় শতাধিক বিজেপি কর্মী ঘরছাড়া রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ভূপতিনগর থানার ওসি মহম্মদ আলি'র এমন মানবিক পরিচয়ে খুবই খুশি বিজেপি কর্মী সমর্থকরা।

No comments