চৈতন্যপুর থেকে ব্রজলাল চক যাওয়ার রাস্তা টি বন্ধ আছে,কেউ যাবেন না ।বাড় বাসুদেব পুর ঘোষের মোড়ে রাস্তার ওপর পুলটি ভেঙ্গে গিয়েছে । ব্রজলালচক থেকে চৈতন্যপুর ঘোষের মোড় ক্যালভার্ট যেখান থেকে আইওসির পাইপলাইন গেছেন সেই পাইপ লাইনের উপর থে…
চৈতন্যপুর থেকে ব্রজলাল চক যাওয়ার রাস্তা টি বন্ধ আছে,কেউ যাবেন না ।বাড় বাসুদেব পুর ঘোষের মোড়ে রাস্তার ওপর পুলটি ভেঙ্গে গিয়েছে । ব্রজলালচক থেকে চৈতন্যপুর ঘোষের মোড় ক্যালভার্ট যেখান থেকে আইওসির পাইপলাইন গেছেন সেই পাইপ লাইনের উপর থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদ এর গেঁওয়া খালি থেকে জল প্রকল্পের জন্য ওভার পাইপলাইন বসানো হয়েছিল। সেই কালভার্ট আচমকাই আজ ডাম্পার যাওয়ার সময় ডাম্পটি কালভাট ভেঙে বসে যায়। এলাকার মানুষ বললেন যদিও লকডাউন চলছে তবুও টোটো অটো এবং যানবাহন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলে ।কোন যানবাহন ভর্তি গাড়িটি যায়নি বেঁচে গেছেন। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় শতাধিক যানবাহন যাতায়াত করে।
No comments