নির্বাচনে জয়ের পর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা নব নির্বাচিত বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়া হল ভগবানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি ফুলের তোড়া উত্তরীয় ও …
নির্বাচনে জয়ের পর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা নব নির্বাচিত বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়া হল ভগবানপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।
পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি ফুলের তোড়া উত্তরীয় ও মোমেন্ট দিয়ে শুভেচ্ছা জানায় বিধায়ককে। উপস্থিত ছিলেন সুখেন রায়, আজিমুল হোসেন, ইকবাল হোসেন সহ একাধিক নেতৃত্ব। দ্বিতীয় বার জয় পেয়ে বিধায়ক হওয়ার পর বিরোধীদের নানান কথা উড়িয়ে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়ে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানায় বিধায়ক সোহম চক্রবর্তী। পাশাপাশি ভগবানপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিধায়ককে সম্বর্ধনা জানায় ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দাস, জেলা সহ সভাপতি মদনমোহন পাত্র।
পাশাপাশি চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও চন্ডীপুর দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় বিধায়ককে। সংবর্ধনা দেন ব্লক সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিত, প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্না ভট্টাচার্য সহ আরও অনেকে।
No comments