Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! একুশে নির্বাচনে বিজেপিকে সহযোগিতা করেছে অভিযোগ তুলে দুটি কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ

একুশে নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সারা জেলাজুড়ে শিল্প এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশিরভাগ আসনেই তৃনমূল জয়লাভ করলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ। বিভিন্ন এলাকায় অশান্তির…

 





একুশে নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সারা জেলাজুড়ে শিল্প এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশিরভাগ আসনেই তৃনমূল জয়লাভ করলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ। বিভিন্ন এলাকায় অশান্তির জেরে কোথাও শান্তি বৈঠক ,কোথাও তারা নিরব প্রতিবাদ মিছিল সংঘটিত করছে, হলদিয়া শিল্প এলাকা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে ।  যারা হলদিয়া কারখানায় কাজ করতেন, যারা বিজেপি কে সহযোগিতা করেছেন সন্দেহভাজন হয়ে কাজ হারাতে হচ্ছে বহু কর্মীকে। সুতাহাটা থানার অন্তর্গত দেউলপোতা অঞ্চল।হলদিয়ায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। হলদিয়ার দেউলপোতা এলাকায় দুটি প্লাস্টিক কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়। দুটি কারখানায় প্রায় শতাধিক স্থানীয় মানুষ কাজ করেন। এই ঘটনায় হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংগঠন  ফসমি। ওই কারখানাগুলিতে হলদিয়ার বড় শিল্পের সহযোগী পণ্য তৈরি হয়। গত ৪মে থেকে কারখানা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। দুই শিল্প সংস্থার কর্তা বলেন, স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি অশোক মাইতি কয়েকজন কর্মীকে বাদ দেওয়ার দাবি জানান। তারা বিজেপিকে সাহায্য করেছে। এই দাবিতে তারা কারখানায় শ্রমিকদের ঢোকা বন্ধ করে দিয়ে গেট আটকে দেয় এবং দলীয় পতাকা লাগিয়ে দেয়। এরফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। কর্মীদের ঢুকতে হলে এলাকায় মুচলকা দিয়ে চিঠি আনতে হবে। বিষয়টি জেলা ও রাজ্য আইএনটিটিইউসির সভাপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও জানান হয়েছে। তৃণমূল নেতা ঘটনার কথা স্বীকার করে জানান, ওই কর্মীরা তৃণমূলের কর্মী, ভোটে অন্তর্ঘাত করেছে বলেই এই সিদ্ধান্ত। আইএনটিটিইউসি নেতা শিবনাথ সরকার বিষয়টি অনৈতিক বলে জানিয়েছেন।

No comments