Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ত্রাণ শিবির খাদ্য পৌঁছে দিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বপন নস্কর

জসও বুদ্ধ পূর্ণিমার ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে হলদি নদী বাঁধ ভেঙে হলদিয়া পৌর সভার বিস্তৃর্ণ  এলাকায় জল জমে যায় সাধারণমানুষ তুলে আনা হয় ত্রাণ শিবিরে। শুকনো খাবার এবং রান্না খাবার পৌঁছে দিলেন।হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল…

 




জসও বুদ্ধ পূর্ণিমার ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে হলদি নদী বাঁধ ভেঙে হলদিয়া পৌর সভার বিস্তৃর্ণ  এলাকায় জল জমে যায় সাধারণমানুষ তুলে আনা হয় ত্রাণ শিবিরে। শুকনো খাবার এবং রান্না খাবার পৌঁছে দিলেন।হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বপন নস্করের উদ্দোগে ও যুবনেতা অমিত প্রামানিক এর সহোযোগিতায় আজ তৃতীয় দিনে বৈষ্ণব চক, এরিয়া খালি,রায়নগর গ্রামের বন্যা দুর্গত বাসিন্দাদের  দুপুরের খাবার, জল , ও অন্যান্য সামগ্রী বিতরণ চলছে।এই মহতী কর্মযজ্ঞে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত  প্রধান সাব্বির ভাই ও প্রাক্তন ব্লক সভাপতি কৃষ্ণেন্দু পাত্র মহাশয়।

No comments