Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নজরুল জন্মজয়ন্তী পালন

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাঁর নিজ বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও কিছু এলাকাবাসীদের লইয়া ধাপে ধাপে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করেন। এই উপলক্ষ…

 






পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাঁর নিজ বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও কিছু এলাকাবাসীদের লইয়া ধাপে ধাপে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করেন। এই উপলক্ষে তিনি নজরুলের জীবন সংগ্রাম, স্বদেশ প্রেম , সাম্য বিদ্রোহ এবং তার লেখনি সম্পর্কে অভিভাবক অভিভাবিকা দের মূল্যবান বক্তব্য পেশ করেন। এরপর তিনি ছাত্র-ছাত্রীদের জন্য অভিভাবক অভিভাবিকা দের হাতে একটি করে নজরুল প্রতিকৃতি প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের নজরুলের কবিতা আবৃত্তি করে হোয়াটসঅ্যাপে এবং ফোনে শিক্ষিকার নিকট পৌঁছানোর জন্য নির্দেশনা দেন। এরপর তিনি অভিভাবক অভিভাবিকা দের শিক্ষা সম্পর্কিত নির্দেশনা দেন। বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব সুচেতনা সায়েন্স ক্লাবের সদস্যবৃন্দ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ও কিছু এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষিকার উদযাপন শুনে তারা বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হন।দূরত্ব বৃদ্ধিতে মান্যতা দিয়ে ধাপে শিক্ষিকা সকলের মধ্যে নজরুল সম্পর্কিত বক্তব্য পেশ করেন। এই উপলক্ষ্যে সকলকে স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত নির্দেশনা দান করেন বিশেষ করোনা বিধি সম্পর্কিত নির্দেশনা প্রদান করা হয়। বর্তমান লকডাউন পরিস্থিতি এবং আসন্ন যশ  ঘূর্ণিঝড়ের  পরিপেক্ষিতে ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত প্রোটিন এর জন্য শিক্ষিকা নির্দেশনা দেন এবং তদনুযায়ী ওইভাবে কর্মহীন অবস্থার জন্য সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের হাতে 150 টাকা করে প্রদান করেন। দারিদ্র সীমার নিচে বসবাসকারী অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন, শিক্ষিকার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No comments