Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার উদ্যোগে থার্মাল স্ক্যানিং শুরু হলো

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Hs1oWZ4haNQশিল্পশহর হলদিয়া থাকার জন্য ভিন রাজ্যের বহু গাড়ী ড্রাইভার হেলপার আসছেন।তারা কোভিডে আক্রান্ত  কিনা তার জন্যই হলদিয়া পৌরসভা এবং ভবানীপুর থানার যৌথ উদ্যোগে হলদিয়া সিটি সেন্টারে থ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Hs1oWZ4haNQ

শিল্পশহর হলদিয়া থাকার জন্য ভিন রাজ্যের বহু গাড়ী ড্রাইভার হেলপার আসছেন।তারা কোভিডে আক্রান্ত  কিনা তার জন্যই হলদিয়া পৌরসভা এবং ভবানীপুর থানার যৌথ উদ্যোগে হলদিয়া সিটি সেন্টারে থার্মাল স্ক্যানিং আজ থেকে শুরু হল। চলবে  হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল বললেন আমরা উদ্বিগ্ন হয়ে রয়েছি ।দিন দিন কোভিডের সংখ্যা বেড়েই চলছে ।হলদিয়া পৌরসভা ইতিমধ্যে আমরা অনেকেই হারিয়েছি। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বহু গাড়ির ড্রাইভার হেলপার আসছে। তারা করোণা পজেটিভ কিনা তার জন্যই আমরা থার্মাল স্ক্যানিং এ ব্যবস্থা করেছি। যারা পজেটিভ হবে তাদেরকে আমরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে আমরা চিকিৎসাধীন করব। ইতিমধ্যে হলদিয়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্থানে বোর্ড লাগানো হয়েছে ।হলদিয়া পৌরসভার উদ্যোগে তৈরি করা হয়েছে ২৪ ঘন্টা স্ট্রাক ফোর্স। হলদিয়া মিউনিসিপ্যালিটি এলাকায় সেবা দেওয়ার জন্য যারা কোভিড পজেটিভ হবেন তারা বাড়িতে থেকে টেলিমেডিসিন সহযোগিতা পাবেন । ফোন করে আমাদের  কাছ থেকে।  যারা করোনায় আক্রান্ত হবেন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে শববাহী গাড়ি সবাই পাবেন। এই পরিষেবার মধ্য দিয়ে। তিনি জানালেন হলদিয়া কে সুস্থ রাখতে সকলকে এগিয়ে আসতে হবে ।ভবানীপুর থানা সহযোগিতা নিয়ে আমরা শুরু করেছি থার্মাল স্ক্যানিং। আগামী দিনে আমরা চিঠি দিয়েছি প্রত্যেক কারখানায়। কারখানার গেটে তেও থার্মাল স্ক্যানিং করতে হবে আর রেপিড টেস্টের জন্য আমরা একটি জায়গায় করব। প্রত্যেকটি শিল্প সংস্থা সহযোগিতা জন্য আমরা আবেদন করেছি। হলদিয়া কে সুস্থ রাখতে পৌরবাসীকে সুস্থ রাখতে আমাদের নিরন্তর প্রচেষ্টা চলবে ।আজকের এই থার্মাল স্ক্যানিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার নোডাল অফিসার রবীন্দ্রনাথ জানা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বপন নস্কর, হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন কুমার জানা, হলদিয়া পৌরসভার পৌর আধিকারিক বৃন্দ থার্মাল স্ক্যানিং যারা করছেন হলদিয়া পৌরসভার স্বাস্থ্যকর্মী বকুল ত্রিপাঠিএবং কল্যাণী পাল জানালেন আমরা এখানে থার্মাল স্ক্যানিং শুরু হয়েছে। এখানে অ্যাম্বুলেন্স  রয়েছে যদি কোন ব্যক্তি আক্রান্ত হন। পজেটিভ তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স করেই পৌঁছে দেব মহকুমার হাসপাতলে ।ভবানীপুর থানার আধিকারিক তপন কুমার মিশ্র বললেন  এই উদ্যোগ আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভবানীপুর থানার সকল আধিকারিক এবং সিভিল ভলেন্টিয়ার সকলের সহযোগিতায় উদ্যোগ নিয়েছি ।এবং আমাদের সহযোগিতা করছেন হলদিয়া পৌরসভা। সিটি সেন্টারে চলবে এই স্ক্যানিং প্রতিদিন। ড্রাইভার হেলপার তারা নিজেরাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ।আমরা ড্রাইভার হেলপার সহযোগিতা নিয়ে এই থার্মাল স্ক্যানিং শুরু করেছি।




No comments