ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/P7We658dC1Mকরোনা প্রাক্কালে দাঁড়িয়ে অভিভাবক অভিভাবিকা দের আরো বেশি সচেতন করতে নন্দকুমার ব্লকে আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয় ।সরকারি নির্দেশে চাল, ছোল…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/P7We658dC1M
করোনা প্রাক্কালে দাঁড়িয়ে অভিভাবক অভিভাবিকা দের আরো বেশি সচেতন করতে নন্দকুমার ব্লকে আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয় ।সরকারি নির্দেশে চাল, ছোলা ইত্যাদি সামগ্রী দেওয়ার সাথে সাথে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক দের হাতে মাক্স তুলে দেন। সহযোগিতা করেন ব্যবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না মাঝি ও আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুপ কুমার ভৌমিক। প্রধান শিক্ষক বললেন করোণা আক্রান্তের সংখ্যা জেলাতে বেড়েছে। সেই সাথে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মার্কস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments