একদিকে ইয়াসের তাণ্ডব অন্যদিকে পূর্নিমার ভরা কোটাল উপকূল এলাকা লণ্ডভণ্ড। সমুদ্রের প্রবল জলচ্ছাস সুতাহাটার বিস্তৃর্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জনজীবন বিপর্যস্ত। ভেসে গিয়েছে বেশ কয়েকটি গ্রাম।সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুয়াবেড়্যা অঞ্চলের বৈষ্…
একদিকে ইয়াসের তাণ্ডব অন্যদিকে পূর্নিমার ভরা কোটাল উপকূল এলাকা লণ্ডভণ্ড। সমুদ্রের প্রবল জলচ্ছাস সুতাহাটার বিস্তৃর্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জনজীবন বিপর্যস্ত। ভেসে গিয়েছে বেশ কয়েকটি গ্রাম।সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুয়াবেড়্যা অঞ্চলের বৈষ্ণবচক,কুকড়াহাটি অঞ্চলের এরিয়াখালিগ্রাম।কয়েকশ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে জানালেন স্থানীয় জনসাধারণ। এছাড়া শালুকখালি,ঝিকুরখালি,উর্ধবমাল,রায়নগর,গাজিপুর,নটপটিয়া,সদারামচক,ফকিরচক,আনারনগর প্রভৃতি গামগুলি কিছু অংশ জলমগ্ন। এরিয়াখালি,বৈষ্ণবচক গ্রামের মানুষ নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছে।প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল ইতিমধ্যে উদ্ধারের কাজ শুরু করেছে। প্রকৃতির এই তাণ্ডব দেখতে সুতাহাটার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই ভয়ংকর অবস্থা দেখতে ছুটে এসেছেন।রায়নগর সীমাবাঁধের কাছে রাস্তার অবস্থা এতটাই ভেঙে গেছে যে-কোন মুহূর্তে বড়বিপদ ঘটতে পারে।রাস্থার মেরামতি এখুনি না করলে রাত্রিতে জলের তীব্রতায় অন্যান্য গ্রামগুলি নতুন করে প্লাবনের আশংকায় স্থানীয় মানুষজন আতঙ্কিত। গ্রামবাসীরা আশা করছেন প্রশাসন এখুনি পদক্ষেপ নিক।
No comments