Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার উপচে পড়া ভিড়

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার অর্থাৎ আগামীকাল হবে নতুন করে প্রথম পর্যায়ের ভ্যাকসিনেশনের কাজ। একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার টিকিট কাটতে হলো একশো কুড়ি জনকে।
কারণ স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় ১২০ জনকে…

 




পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার অর্থাৎ আগামীকাল হবে নতুন করে প্রথম পর্যায়ের ভ্যাকসিনেশনের কাজ। একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার টিকিট কাটতে হলো একশো কুড়ি জনকে।


কারণ স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় ১২০ জনকে টিকাকরণ করা হবে শুক্রবার।তবে একদিন আগে থেকেই অর্থাৎ বুধবার রাত থেকেই লাইন দেয় সা,ধারণ মানুষ জন টিকা পাওয়ার আশায়।বৃহস্পতিবার দুপুর একটায় একদিন  আগে দেওয়া হলো টিকাকরনের নিশ্চিত করার জন্য আগেভাগে টিকিট।তবে আজ বহু মানুষ জনি সকাল থেকে লম্বা লাইন দেয়, তবে শেষমেষ বহু মানুষকেই ব্যর্থ হয়ে ফিরে  আসতে হয়।আগামীকাল টিকাকরন প্রথম পর্যায়ের,তাই কষ্ট করেই আগের দিন টিকিট নিতে ব্যস্ত  এলাকাবাসীরা।

No comments